শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩ ০০:০০ টা

পুলিশ দেখে টিনের চালে আসামি নামাল ফায়ার সার্ভিস

কিশোরগঞ্জ প্রতিনিধি

পুলিশ দেখে টিনের চালে আসামি নামাল ফায়ার সার্ভিস

আসামি ধরতে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি উঠে যান টিনের চালে। হুমকি দেন আত্মহত্যার। নামাতে ডাকা হয় ফায়ার সার্ভিস। অনেক চেষ্টার পর টিনের চাল থেকে তাকে নামিয়ে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা। পরে আসামিকে গ্রেফতার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে গত সোমবার সকালে কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার চালিয়াগোপ এলাকায়। এ বিষয়ে একটি ভিডিও ভাইরাল হয় ফেসবুকে।

জানা গেছে, পাকুন্দিয়ার চালিয়াগোপ এলাকার রিটন মিয়ার (৪০) বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল  মোটরসাইকেল চুরির অভিযোগ রয়েছে। তাকে ধরতে সদর মডেল থানা ও পাকুন্দিয়া থানা পুলিশ সোমবার সকালে রিটনের বাড়িতে অভিযান চালায়। খবর পেয়ে তিনি উঠে পড়েন টিনের চালে। টিনের একটি টুকরা হাতে নিয়ে নিজ গলায় ধরে রাখেন এবং তাকে ধরার চেষ্টা করা হলে টিনের টুকরা দিয়ে গলা কেটে আত্মহত্যার হুমকি দেন। পাকুন্দিয়া থানার ওসি সারোয়ার জাহান জানান, পরে ফায়ার সার্ভিসের সদস্য ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে টিনের চাল থেকে নামিয়ে আনে।

সর্বশেষ খবর