শিরোনাম
শনিবার, ১ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

বিদেশ পাঠানোর কথা বলে টাকা আত্মসাৎ

সিরাজগঞ্জ প্রতিনিধি

ভালো চাকরির প্রলোভন দেখিয়ে মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজগঞ্জ সদর উপজেলার একটি চক্রের বিরুদ্ধে। গতকাল ওই চক্রের কাছ থেকে টাকা ফেরতের দাবি জানিয়েছে ভুক্তভোগী কয়েকটি পরিবার। সদর উপজেলার বড় সারটিয়া গ্রামে অভিযুক্ত চক্রের বাড়ির সামনে সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী রায়হান ও মনিরুল বলেন, সদর উপজেলার বড়সারটিয়া, সয়দাবাদ, বালুকুল, ভারাঙ্গা, রয়নাপাড় ও বাগবাড়ি গ্রামের অন্তত ২২ জনকে মালয়েশিয়া ভালো বেতনের চাকরি দেবে বলে প্রস্তাব দেয় বড় সারটিয়া গ্রামের আতাব ও তার ছেলে সবুজ। এ জন্য প্রত্যেকের কাছ থেকে ১ লাখ ৭৫ হাজার করে টাকা নেয়। এমনকি প্রত্যেককে ভুয়া মেডিকেল করিয়েছে। কিন্তু বিদেশে নিতে পারেনি। পরবর্তীতে জানতে পারি সবুজ মালয়েশিয়ায় পালিয়ে গেছে। এ অবস্থায় সবুজের বাবার কাছে টাকা ফেরত চাইলে টালবাহানা করতে থাকেন। সদর থানার উপপরিদর্শক শমর কুমার আচার্য্য জানান, ৯৯৯ কল পেয়ে আতাব আলীর বাড়ি গিয়েছিলাম। ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর