শনিবার, ১ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

শিলাবৃষ্টিতে পিঁয়াজ চাষিদের মাথায় হাত

কামরুজ্জামান সোহেল, ফরিদপুর

ফরিদপুরে শিলাবৃষ্টিতে পিঁয়াজ এবং পিঁয়াজ বীজ খেতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পিঁয়াজের রাজধানী হিসেবে খ্যাত নগরকান্দা ও সালথা উপজেলায়। এসব এলাকার অনেক স্থানে খেতের পরিপক্ব পিঁয়াজ ও পেকে উঠায় পিঁয়াজ বীজ দানার খেত মাটির সঙ্গে মিশে গেছে। অনেক জমিতে পানি উঠে ফসল তলিয়ে গেছে। গত বুধবার প্রচ- শিলাবৃষ্টিসহ ঝড় হয়েছে ফরিদপুরের নগরকান্দা, সালথা, ভাঙ্গা, চরভদ্রাসন ও মধুখালী উপজেলায়। এসব স্থানে মাত্রাতিরিক্ত শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ফসলের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পিঁয়াজের। পিঁয়াজ বীজের খেতগুলো শিলাবৃষ্টিতে ভেঙে মাটির সঙ্গে মিশে গেছে। জেলার সালথা ও নগরকান্দা উপজেলাতে ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। এসব এলাকার পিঁয়াজ বীজ খেত ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এসব এলাকার কৃষকরা পানির নিচ থেকে পিঁয়াজ তুলছেন। তবে এসব পিঁয়াজ পানি পাওয়ায় পচে নষ্ট হবে। ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, পিঁয়াজের ভরা মৌসুম চলছে এখন। কেউ পিঁয়াজ ঘরে তুলেছেন, কেউ পিঁয়াজ তোলার প্রস্তুতি নিচ্ছিলেন। গত বুধবারের শিলাবৃষ্টিতে ফসলের মাঠের বেশির ভাগ পিঁয়াজ তলিয়ে গেছে।

আর উঁচু জমির পিঁয়াজ শিলার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। যারা পিঁয়াজ খেতের ভিতরে আগাম পাটের বীজ বপন করেছেন, তাদের আরও বেশি ক্ষতি হয়েছে। এ অবস্থায় কৃষকরা হতাশা আর দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন। কেউ কেউ শ্রমিকদের নিয়ে কাঁদা-পানিতে নেমে পিঁয়াজ তুলছেন। ক্ষতিগ্রস্ত বাইলাগট্টি গ্রামের কৃষক মো. সবুর খান বলেন, চার বিঘা জমিতে পিঁয়াজ চাষ করেছি। এর মধ্যে শিলাবৃষ্টিতে তিন বিঘা জমির পিঁয়াজই তলিয়ে গেছে। পানিতে তলিয়ে যাওয়া এসব পিঁয়াজ ঘরে মজুদ রাখা সম্ভব না। ঘরে রাখলে সব পচে যাবে। মো. মনসুর মাতুব্বর নামে আরেকজন কৃষক বলেন, গত বছর পিঁয়াজ আবাদ করে লোকসান হয়েছিল। তার পরও এবার দুই বিঘা জমিতে পিঁয়াজের আবাদ করেছিলাম। ফলন তেমন ভালো হয়নি। দু-এক দিনের মধ্যে খেতের পিঁয়াজ তুলতে চেয়েছিলাম। তার আগেই শিলাবৃষ্টিতে পিঁয়াজের খেত তলিয়ে গেছে। কয়েকজন ক্ষতিগ্রস্ত কৃষক জানান, তারা বিভিন্ন জনের কাছ থেকে ধারদেনা, ঋণ ও আগাম টাকা নিয়ে পিঁয়াজের আবাদ করেছিলেন। এক দিনের শিলাবৃষ্টিতে তাদের সর্বনাশ হয়ে গেল। এখন তারা কীভাবে ঋণ পরিশোধ করবেন। সালথা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জীবাংশু দাস বলেন, এ উপজেলায় এবার প্রায় ১১ হাজার হেক্টর জমিতে হালি পিঁয়াজের আবাদ হয়েছে। ৫০ হেক্টর জমিতে পিঁয়াজ দানার আবাদ হয়েছে। শিলাবৃষ্টিতে আংশিক ক্ষতি হয়েছে এসব পিঁয়াজ দানার। কিছু নিচু জমির পিঁয়াজ তলিয়ে যাওয়ায় কৃষকরা কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হয়েছেন। নগরকান্দা উপজেলার কৃষি কর্মকর্তা তিলোক কুমার ঘোষ বলেন, এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী প্রায় ১৮ হেক্টর জমিতে পিঁয়াজের দানা, ২৮০ হেক্টর জমির হালি পিঁয়াজ, ৫ হেক্টর জমির শাকসবজি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সর্বশেষ খবর