বাগেরহাটে মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ২০ জন নারী বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাকে সম্মাননা দেওয়া হয়েছে। বাগেরহাট ফাউন্ডেশনের উদ্যোগে শহরের এসিলাহা মিলনায়তনে গতকাল বিকালে এ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। এ সময় ২০ জন বীরকে একটি করে উত্তরীও, ক্রেস্ট ও সম্মানী প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা প্রশাসক।