সোমবার, ৩ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

এতিম অসহায়দের জন্য মাসব্যাপী ইফতার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার এতিম শিশু, বয়স্ক ও অসহায় নারী পুরুষরা মাসব্যাপী বিনামূল্যে ইফতার ও রাতের খাবার পাচ্ছেন। গাইবান্ধার অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা গণউন্নয়ন কেন্দ্র এ মহতি আয়োজন করেছে। শহরের মাস্টার পাড়ায় সংস্থার নিজস্ব জায়গায় অস্থায়ী প্যান্ডেল টানিয়ে চেয়ার-টেবিলে বসিয়ে প্রতিদিন ৩০০ মানুষকে খাবার দেওয়া হচ্ছে। এবার মোট ১১ হাজার মানুষকে এ খাবার দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সংস্থাটি। প্রতিদিন ইফতারে মুড়ি, ছোলা, পিঁয়াজু, চপ, জিলাপি, খেজুরসহ নানা ধরনের ফল ও সরবত দেওয়া হয়। আর ইফতারের পরে রাতের খাবার হিসেবে ভাত, ডাল, সবজির সঙ্গে কোনো দিন মাছ কোনো দিন মাংস বা ডিম দেওয়া হয়। গণউন্নয়ন কেন্দ্রের কর্মকর্তা আফতাব হোসেন জানান, এ আয়োজন চার বছর থেকে করা হয়। তবে বর্তমান জায়গায় অস্থায়ী প্যান্ডেল করে এ আয়োজন করা হচ্ছে গত বছর থেকে। সংস্থার নিজস্ব তহবিল থেকে এর ব্যয়ভার মেটানো হয়।

আর এতে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেন ১৫ জন স্বেচ্ছাসেবী এবং সংস্থার ২৫ জন কর্মী। এতিম, বয়স্ক ও অসহায় মানুষের পাশাপাশি প্রতিদিন কিছু মেহমানকেও আমরা দাওয়াত করে থাকি।

 

সর্বশেষ খবর