শনিবার, ৮ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

মেঘনায় বেহাল ১৬ কিলোমিটার সড়ক

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

মেঘনা উপজেলার ভাটেরচর থেকে মানিকারচর হয়ে পাড়ারবন্দ পর্যন্ত ১৬ কিলোমিটার সড়ক ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে। সড়কটির বিভিন্ন স্থানের পিচ উঠে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। গুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে যাতায়াতে প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছেন হাজার হাজার মানুষ।

বৃষ্টি হলেই সড়কের গর্তে পানি জমে যান চলাচলে বিঘ্ন ঘটে। দীর্ঘদিন সংস্কার না হওয়া সড়কটি এ অঞ্চলের মানুষের দুঃখগাথা হয়ে দাঁড়িয়েছে। প্রায় ব্যবহারের অনুপযোগী সড়ক দিয়ে প্রতিদিন মানুষে কর্মস্থলে যাতায়াত করছে। স্কুল-কলেজ, মাদরাসায় যেতে ভোগান্তির শিকার হচ্ছে শিক্ষার্থীরা। সড়কে খানাখন্দ থাকায় কৃষকরা তাদের পণ্য পরিবহনে বিড়ম্বনায় পড়ছেন। ভাটেরচর থেকে বিআরটিসি মোড়-মানিকারচর হয়ে পাড়ারবন্দ যেতে বিভিন্ন পরিবহনে ৩০ থেকে ৪০ মিনিট লাগার কথা। এখন এই রাস্তা পাড়ি দিতে দ্বিগুণ সময় লাগছে। মেঘনা উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন বলেন, সড়কটি সংস্কারে টেন্ডার হয়েছে। কিছুদিনের মধ্যে কাজ শুরু হবে।

সর্বশেষ খবর