রংপুরের গঙ্গাচড়া উপজেলায় কৃষি প্রণোদনার ১৭৯ বস্তা বীজ ও সার জব্দের ঘটনায় করা মামলার প্রধান আসামি আলমগীর হোসেনকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। রংপুর মহানগরীর পরশুরাম থানার পাকারমাথা এলাকা থেকে রবিবার রাতে তাকে গ্রেফতার করে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজাতে পাঠানো হয়েছে। গঙ্গাচড়া উপজেলা কৃষি কার্যালয়ের গুদাম থেকে ধানবীজ ও রাসায়নিক সার বিক্রির উদ্দেশ্যে পাচারের সময় গত বৃহস্পতিবার ১৪ বস্তা ধানবীজ ও ১২ বস্তা রাসায়নিক সার আটক করা হয়। এ ঘটনায় আটক ভ্যানচালকের দেওয়া তথ্যানুযায়ী ওই দিনই অভিযান চালিয়ে ব্যবসায়ী আলমগীর হোসেনের বাড়ি থেকে উদ্ধার করা হয় আরও ১৫৩ বস্তা ধানবীজ ও এক বস্তা পাটবীজ।