গাজীপুরের কালীগঞ্জে অগ্নিকান্ডে আটটি ঘর পুড়ে ছাই হয়েছে। কালীগঞ্জ পৌরসভার ভাদার্ত্তী দক্ষিণপাড়ায় গতকাল এ ঘটনা ঘটে। কালীগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার আবুবকর জানান, দুপুরের দিকে ওই গ্রামের আবদুল খালেকের তালাবদ্ধ ঘরে আগুন লেগে মুহূর্তেই পাশের জয়নাল, তাহের, মনির ও শরীফের ঘরে ছড়িয়ে পড়ে।