বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

কুয়াকাটায় রাখাইনদের জলকেলি উৎসব

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পর্যটন নগরী কুয়াকাটায় শুরু হয়েছে তিন দিনব্যাপী রাখাইন সম্প্রদায়ের সাংগ্রাই বা জলকেলি উৎসব। এ উৎসব ঘিরে রাখাইন পল্লীগুলোতে বিরাজ করছে সাঁজ সাঁজ রব। অং হেলথ অ্যান্ড এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নামের একটি সংগঠনের আয়োজন করে। মঙ্গলবার বিকালে শ্রী মঙ্গল বৌদ্ধ বিহার সংলগ্ন রাখাইন মার্কেট মাঠে প্রথম দিনে অনুষ্ঠিত হয় জলকেলি উৎসব। এতে অংশ নেন রাখাইন সম্প্রদায়ের কিশোর-কিশোরী ও তরুণ-তরুণী। এর আগে বৌদ্ধ বিহারে বুদ্ধ¯œানের মধ্য দিয়ে এ উৎসবের সূচনা হয়। বাদ্যযন্ত্র নিয়ে সুসজ্জিতভাবে দল বেঁধে মনোজ্ঞ নৃত্য পরিবেশন করে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুয়াকাটা রাখাইন পল্লীর মাতুব্বর উচান চিন। প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব এমপি।

সর্বশেষ খবর