মৌলভীবাজারের কমলগঞ্জে রাজকান্দি বনে আগুনে পুড়েছে বনের প্রায় তিন একর জায়গা। গত সোমবার বিকালে কুরমা বন বিটের গহিন বনের হামহাম যাওয়ার রাস্তার পাশে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বন কর্মীরা ও স্থানীয় লোকদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয়রা জানান, আগুনে বনের তিন একর জায়গা পুড়ে গেছে। ভস্মীভূত হয়েছে কুরমা বন বিটের সুনারায় বাঁশ বাগানের বাঁশসহ বিভিন্ন ধরনের গুল্মলতা, ঝোপঝাড় ও উদ্ভিদ। কিছু দিন পর পরই বনে আগুন লাগায় উদ্বেগ প্রকাশ করেন গবেষকরা। প্রতিবেশ ও প্রাণবৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক গবেষক পাভেল পার্থ বলেন, রজকান্দি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ সংবেদনশীল বন। এটি একটি আন্তসীমান্ত বন। এই বনের সুনারায় বাঁশ বাগান এলাকা পাখিদের বিচরণ ক্ষেত্র। ২০১৮ সালে এক গবেষণায় এই বনে ৫৫০ প্রজাতির উদ্ভিদ শনাক্ত করা হয়েছিল। এ ছাড়া রেড ডাকা বুকের অন্তর্ভুক্ত ২৫ প্রজাতির উদ্ভিদ রয়েছে। এর অধিকাংশই বনতলের ক্ষুদ্র্র উদ্ভিদ। আগুনে বনের এই উদ্ভিদগুলো মারা যায়। এ ছাড়া তাদের খাদ্য বাসস্থান নষ্ট হয়ে যায়। এশীয় কালো ভাল্লুক, বনছাগল, সোনালি বিড়াল, বনরুই ও উরন্তকাঠবিড়ালির মতো বিশ্বব্যাপী বিপন্ন প্রাণী এই বনে রয়েছে। তিনি বলেন, এই বন রক্ষায় সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হতে হবে। কুরমা বন বিট কর্মকর্তা বিপ্লব হোসেন বলেন, হামহাম জলপ্রপাতে যাওয়ার সড়কের বাঁশ বাগানে আগুন লাগার খবর পাই। আগুনে বনের প্রায় দুই আড়াই একর এলাকার বাস, লতাগুল্ম জাতীয় গাছ জ্বলে গেছে। আগুন লাগার কারণ হিসেবে তিনি বলেন, এই পথ দিয়ে পর্যটকরা হামহাম যান। হয়তো কেউ যাওয়া বা আসার সময় জ্বলন্ত সিগারেট ফেলে দিয়েছিল। এখান থেকেই বনে আগুন লাগার ঘটনা ঘটতে পারে। হামহাম জলপ্রপাত ঘুরতে যাওয়া পর্যটক সালিক মিয়া জানান, আগুনের প্রচুর উত্তাপ ছিল। রাস্তা দিয়ে আসা যাচ্ছিল না। আমরা আগুন নেভানোর পর সন্ধ্যায় বন থেকে বেরিয়ে আসি। আগুনে অনেক গাছের গুঁড়া (মোথা) পুড়ে গেছে। রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা তৈহিদুল ইসলাম বলেন, ‘আগুনে বনের তেমন কোনো ক্ষতি হয়নি। কিছু পাতা ও লতাগুল্ম জাতীয় গাছ জ্বলে গেছে।’ সিলেট বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. মারুফ হোসেন বলেন, আমি এ রকম কিছু শুনিনি।’ তিনি আরও বলেন, এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল
- নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম আপ বাংলাদেশের আত্মপ্রকাশ
- জমি নিয়ে বিরোধে শিশুকে নির্যাতনের অভিযোগ
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ
- কানাডায় হামের প্রাদুর্ভাব
- সিরাজগঞ্জে হামলায় বৈষম্যবিরোধীর ৩ প্রতিনিধি আহত
- তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে, বৃষ্টির সম্ভাবনা কবে জানাল আবহাওয়া অফিস
- পাকিস্তানের ঋণ সহায়তা আজ পর্যালোচনা করবে আইএমএফ
- শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল সোমবার
- যৌক্তিক সময়ে নির্বাচনের রোডম্যাপ দিন : ডা. জাহিদ
- সাতক্ষীরার সীমান্তে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক, সতর্ক বিজিবি
- ‘জুলাই স্পিরিটের’ সাথে প্রতারণাকারীরা আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে : শিবির সভাপতি
- আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যা জানাল সরকার
- গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত লড়াই চলবে: সারজিস
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণসমাবেশে ছাত্রজনতার ঢল
- বিলবাওকে গোলবন্যায় ভাসিয়ে ফাইনালে ম্যানইউ
- সীমান্তে যুদ্ধাবস্থা: অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল
- ভারতের ৭৭ ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের
- পাকিস্তান-শাসিত কাশ্মীরে হামলায় নবজাতকসহ নিহত ৫
- শ্রীলঙ্কায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬
রাজকান্দি বনে আগুন পুড়েছে তিন একর
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

পাকিস্তানের পাল্টা হামলায় সম্পূর্ণ ‘ব্ল্যাকআউট’ জম্মুতে পরপর বিস্ফোরণ, দাবি ভারতের
১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যে কারণে গভীর পর্যবেক্ষণে ভারত-পাকিস্তানের যুদ্ধবিমান, রয়টার্সের বিশ্লেষণ
৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম