শিরোনাম
বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

অবৈধ বালু তোলা বন্ধের উদ্যোগ

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় সব অবৈধ ড্রেজিং বন্ধে উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। গতকাল দিনব্যাপী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ভূমি জবর দখল মনিটরিং,  নদী রক্ষা, জেলা রাজস্ব সভা, আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন জেলা কমিটির সভাসহ এ সব সভা অনুষ্ঠিত হয়েছে। সব উপজেলা নির্বাহী অফিসার সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা ও সুশীল নেতারা অংশগ্রহণে সবার উপস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ সভাগুলোর সভাপতি হিসেবে এমন উদ্যোগের কথা জানান।  এ সময় জিপি জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন, কেন্দ্রীয় কৃষক লীগের নেতা কেশব রঞ্জন সরকারসহ অন্যরাও উপস্থিত ছিলেন। সভায় কৃষক লীগের নেতা কেশব রঞ্জন নদীগুলো বিশেষ করে মগড়া নদী সি এস মূলে উচ্ছেদ অভিযান করার প্রস্তাব রাখেন।

সর্বশেষ খবর