গ্রাম বাংলার ঐতিহ্য সার্কাস নানা প্রতিকূলতার মাঝে আজও টিকে আছে। কিন্তু এর সঙ্গে জড়িতরা বঞ্চিত নানা সুযোগ সুবিধা থেকে। সম্প্রতি নীলফামারী জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের সাইট নালা বাজারে সাত দিনব্যাপী সার্কাসের আয়োজন করা হয়। অলিম্পিক সার্কাস ম্যানেজার পঙ্কজ দাস বলেন, এক সময় বছরের ১১ মাসেই চলত সার্কাস, তবে বর্তমানে বিভিন্ন সংকটের কারণে এখন তিন মাসও চলে না। সার্কাস আয়োজনে অঘোষিত নিষেধাজ্ঞা, পৃষ্ঠপোষকতার অভাব আরও নানা কারণে জনপ্রিয় এ সাংস্কৃতিক মাধ্যমগুলোর নিয়মিত কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এতে সার্কাস শিল্পীদের সংকট দেখা দিয়েছে। তবে সরকারি সহযোগিতা পেলে গ্রাম বাংলার ঐতিহ্য সার্কাসকে টিকিয়ে রাখা যাবে। সার্কাস শিল্পী লিজা সরকার বলেন, ‘আমি সাত বছর বয়স থেকে সার্কাসের সঙ্গে জড়িত। এ কাজের ওপর আমরা নির্ভরশীল। এখান থেকে আয় করে সংসার চালাই। ছেলে-মেয়েদেরও লেখাপড়ার খরচ চালাই। এটা আমাদের জীবিকার একমাত্র পথ। তবে সরকারি সহযোগিতা পেলে এ শিল্পকে বাঁচিয়ে রাখা সম্ভব।’ সার্কাস শিল্পী ইমরান সরকার বলেন, ‘নিজেই এক সময় সার্কাসের মালিক ছিলাম। করোনার সময় অভাবের কারণে সব কিছু বিক্রি করে দিয়ে বর্তমানে পরিবার নিয়ে অন্য দলেও কাজ করছি।’ সার্কাস শিল্পী বাবুল হোসেন বলেন, ‘আমি জোকার মানুষকে হাসাই কিন্তু আমার ভিতরের দুঃখ কেউ বুঝে না। আমরা সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।’ সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা আবদুল গাফ্ফার বলেন, সার্কাস বাঙালি সংস্কৃতির ঐতিহ্যবাহী একটি অংশ। বর্তমানে এটি হারিয়ে যেতে বসেছে। তবে দায়িত্বশীল ব্যক্তিবর্গ নজর দিলে এটি গতি পাবে।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ