গ্রাম বাংলার ঐতিহ্য সার্কাস নানা প্রতিকূলতার মাঝে আজও টিকে আছে। কিন্তু এর সঙ্গে জড়িতরা বঞ্চিত নানা সুযোগ সুবিধা থেকে। সম্প্রতি নীলফামারী জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের সাইট নালা বাজারে সাত দিনব্যাপী সার্কাসের আয়োজন করা হয়। অলিম্পিক সার্কাস ম্যানেজার পঙ্কজ দাস বলেন, এক সময় বছরের ১১ মাসেই চলত সার্কাস, তবে বর্তমানে বিভিন্ন সংকটের কারণে এখন তিন মাসও চলে না। সার্কাস আয়োজনে অঘোষিত নিষেধাজ্ঞা, পৃষ্ঠপোষকতার অভাব আরও নানা কারণে জনপ্রিয় এ সাংস্কৃতিক মাধ্যমগুলোর নিয়মিত কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এতে সার্কাস শিল্পীদের সংকট দেখা দিয়েছে। তবে সরকারি সহযোগিতা পেলে গ্রাম বাংলার ঐতিহ্য সার্কাসকে টিকিয়ে রাখা যাবে। সার্কাস শিল্পী লিজা সরকার বলেন, ‘আমি সাত বছর বয়স থেকে সার্কাসের সঙ্গে জড়িত। এ কাজের ওপর আমরা নির্ভরশীল। এখান থেকে আয় করে সংসার চালাই। ছেলে-মেয়েদেরও লেখাপড়ার খরচ চালাই। এটা আমাদের জীবিকার একমাত্র পথ। তবে সরকারি সহযোগিতা পেলে এ শিল্পকে বাঁচিয়ে রাখা সম্ভব।’ সার্কাস শিল্পী ইমরান সরকার বলেন, ‘নিজেই এক সময় সার্কাসের মালিক ছিলাম। করোনার সময় অভাবের কারণে সব কিছু বিক্রি করে দিয়ে বর্তমানে পরিবার নিয়ে অন্য দলেও কাজ করছি।’ সার্কাস শিল্পী বাবুল হোসেন বলেন, ‘আমি জোকার মানুষকে হাসাই কিন্তু আমার ভিতরের দুঃখ কেউ বুঝে না। আমরা সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।’ সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা আবদুল গাফ্ফার বলেন, সার্কাস বাঙালি সংস্কৃতির ঐতিহ্যবাহী একটি অংশ। বর্তমানে এটি হারিয়ে যেতে বসেছে। তবে দায়িত্বশীল ব্যক্তিবর্গ নজর দিলে এটি গতি পাবে।
শিরোনাম
- মধ্যরাতে বাসা থেকে সাংবাদিককে তুলে নিল গোয়েন্দা পুলিশ
- জাতিসংঘ রাষ্ট্রের স্বীকৃতি দিলে ফিলিস্তিনি কর্মকর্তাদের হত্যার হুমকি ইসরায়েলি মন্ত্রীর
- জাপানে ১৭০ ভবনে অগ্নিকাণ্ড
- শেখ হাসিনার পোর্ট্রেটে ফ্যাসিবাদের কালিমা
- ঘরে বসেই করা যাবে মেট্রোরেলের কার্ড রিচার্জ
- কানাডায় ‘দেওয়ান গাজীর কিসসা’ মঞ্চায়নের ঘোষণা
- পোনা চাষে মাসে লাখ টাকা আয় বিশ্বনাথের দিলদারের
- যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা সৌদি যুবরাজের
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- আশুলিয়ায় মরদেহ পোড়ানোসহ সাত হত্যায় আজ সাক্ষ্যগ্রহণের ১৮তম দিন
- গুলিস্তানে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পাশের মার্কেটে আগুন
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- পরিচয় গোপন করে চ্যাটের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপে
- ঢাকার বাতাস আজ কতটা বিষাক্ত?
- ট্রুডো–কেটি পেরি'র প্রেম নিয়ে সাবেক স্ত্রী সোফির খোলামেলা মন্তব্য
- মুশফিকের শততম টেস্ট উদযাপনে যেসব আয়োজন করেছে বিসিবি
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
নানা প্রতিকূলতার মধ্যেও টিকে আছে সার্কাস
আবদুল বারী, নীলফামারী
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর