রংপুরের সদর উপজেলার লাহিড়ীর হাটের পাশে একটি ভুট্টা খেতে এক ব্যক্তির বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বিকালে মমদেল (৫৫) নামে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। তিনি সদর উপজেলার ইশ্বরপুর সরদার পাড়া এলাকার নিজামুদ্দিনের ছেলে। তিনি পেশায় গ্রাম্য কবিরাজ ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরের পরে স্থানীয়রা বস্তাবন্দি ওই লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রমেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সদর থানার ওসি সুশান্ত কুমার রায় জানান, কী কারণে তাকে হত্যা করে বস্তাবন্দি করে ফেলে রাখা হয়েছে এ বিষয়ে তদন্ত হচ্ছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।