শনিবার, ৬ মে, ২০২৩ ০০:০০ টা

ধান কাটায় ব্যস্ত নারী শ্রমিকরা

সখীপুর প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে বোরো ধান কাটায় নারী শ্রমিকরাও ব্যস্ত সময় পার করছেন। উপজেলার কালিয়ানপাড়ার বোরো ধান কাটার কাজে গতকাল পুরুষের পাশাপাশি চারজন নারীকে দেখা গেছে। তারা পুরুষের সঙ্গে চুক্তিভিত্তিক ধান কাটার কাজ করে থাকেন বলে নারী শ্রমিকরা জানান। উপজেলা কৃষি অফিস জানায়, বর্তমানে সখীপুরে বোরো ধান কাটার ধুম চলছে। এ সময় শ্রমিক সংকট ও মজুরি বেশি থাকে। যে কারণে নারী শ্রমিকরা তাদের স্বামী ও স্বজনদের সঙ্গে ধান কাটার কাজ করছেন। তারা মূলত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও দরিদ্র শ্রেণির। জানা যায়, ওই নারী শ্রমিকরা ধান কাটা ছাড়াও সারা বছর বিভিন্ন ধরনের কাজ করে থাকেন। ধান কাটতে আসা কমলা রানি বলেন, আমরা গরিব মানুষ, ঘর বসে থেকে কী করমু। তাই পুরুষের সঙ্গে ধান কাটছি। প্রতিদিন কাজ করলে ৬০০-৭০০ টাকা আয় হয়।

সর্বশেষ খবর