ব্রাহ্মণবাড়িয়ায় রেলওয়ের জলাশয়ে অবৈধভাবে বালু ভরাট করায় মানববন্ধন ও প্রতিবাদ করেছেন স্থানীয় এলাকাবাসী। গতকাল দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বড় হরণের শতাধিক এলাকাবাসী এ মানববন্ধন করেন। স্থানীয়রা জানান, আশিকুল ইসলাম ও উম্মেদ গংসহ এলাকার কিছু ব্যক্তি রেল লাইনের জলাশয়ের জায়গা লিজ নিয়ে অবৈধ ভরাটের কর্মকান্ড করছে।