মঙ্গলবার, ৯ মে, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সেনা, নৌ ও বিমান বাহিনীর

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

হিলি সীমান্ত এলাকা পরিদর্শন, বিজিবি ও বিএসএফের কর্মকাণ্ড অবগত এবং বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেছেন সেনা, নৌ, বিমান বাহিনীর সমন্বয়ে সশস্ত্র বাহিনীর ৭২ সদস্যের প্রতিনিধি দল। ন্যাশনাল ডিফেন্স স্টাফ কলেজের এডব্লিউএফসি কোর্সের অংশ হিসেবে গতকাল হিলি আসে প্রতিনিধি দলটি।

ব্রিগেডিয়ার জেনারেল মামুন উর রশীদের নেতৃত্বে সোমবার দুপুর ১টা ৫০ মিনিটে হিলি পৌঁছলে বিজিবি দিনাজপুরের সেক্টর কমান্ডার কর্নেল রাশেদ আসগর, জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল ইসলাম তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে প্রতিনিধি দল সীমান্তের শূন্যরেখায় যান এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএসএফ সদস্যদের সঙ্গে কুশলবিনিময় করেন। এরপর বিজিবির হিলি আইসিপি ক্যাম্পে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন।

সর্বশেষ খবর