মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৃষ্টির আশায় ব্যাঙের বিয়ে দেওয়া হয়। গতকাল উপজেলার মন্দিরগাঁও গ্রামে এ বিয়ের আয়োজন করে শিশুরা। ব্যাঙের বিয়েতে ছিলেন না কোনো কাজী বা পুরোহিত। শিশুরা নিজেরাই দুই ব্যাঙের বিয়ে দেয়। এলাকাবাসী জানায়, স্থানীয় কয়েকজন শিশু দুটি ব্যাঙ ধরে এনে বর-কনে সাজিয়ে একটা কুলায় রাখে। সঙ্গে রাখে ফুল। ব্যাঙের বিয়ে উপলক্ষে শিশুরা বাজনা বাজিয়ে নাচ গান করে। কুলায় রাখা ব্যাঙ নিয়ে গ্রামের মানুষের বাড়ি বাড়ি যায়। চেয়ে আনে চাল-ডাল-টাকা। দুপুরে তারা খাবার রান্না করে।