ময়মনসিংহের মুক্তাগাছার বিন্নাকুড়ি গ্রামে ইব্রাহিম হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ড দেওয়া হয়। গতকাল ময়মনসিংহ বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাহাদত হোসেন এ রায় দেন। দন্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার বিন্নাকুড়ি গ্রামের আক্কেল আলী (৫০), হোসেন আলী (৫২) ও মরিয়ম (৫৫) ও বৈঠামারির মনির উদ্দিন (৫২)। এদের মধ্যে মরিয়ম পলাতক রয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০৪ সালের ১২ আগস্ট জামালপুরের জামিরা গ্রামের ইব্রাহিমকে অভিযুক্তরা শ্বাসরোধ করে হত্যা করে।