শনিবার, ২০ মে, ২০২৩ ০০:০০ টা

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে চিরকুট লিখে আত্মহত্যা

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে বন্ধুর বাড়িতে ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ চিরকুট লিখে আত্মহত্যা করেছেন সাজ্জাদ হোসেন (২১) নামের এক যুবক। গত বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। সাজ্জাদ হোসেন উপজেলার কাজিপুর ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের রিফিউজিপাড়ার শাহিন আলীর ছেলে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সাজ্জাদ হোসেন ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিলেন। গত ১৭ মে ছুটিতে এসে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শেহালা গ্রামে তার শ্বশুরবাড়ি যান। সেখানে গিয়ে সাজ্জাদ জানতে পারেন স্ত্রী তাকে তালাক দিয়েছেন। পরে ওই গ্রামেরই পূর্বপাড়ার বন্ধু পারভেজকে বিষয়টি খুলে বলেন। পরে সাজ্জাদ রাতে বাড়িতে না গিয়ে পারভেজের বাড়িতেই অবস্থান করেন। রাতে খাওয়া শেষে দুই বন্ধু পৃথক রুমে ঘুমাতে যান। সকালে সাজ্জাদের কোনো সাড়াশব্দ না পেয়ে জানালা দিয়ে ঝুলন্ত দেখতে পেয়ে তার পরিবারকে খবর দেওয়া হয়। পরে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক জানান, এ বিষয়ে অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। তিনি আরও জানান, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, এমন একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ।

সর্বশেষ খবর