শনিবার, ২০ মে, ২০২৩ ০০:০০ টা

সরগরম সুপারির হাট কোটি টাকা বেচাকেনা

নীলফামারী প্রতিনিধি

সরগরম সুপারির হাট কোটি টাকা বেচাকেনা

নীলফামারীর ডিমলা উপজেলায় সুপারির চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফসলটি লাভজনক হওয়ায় বিঘা প্রতি বছরে এক লাখ টাকা লাভ করছেন কৃষকরা। এ বছর  সুপারির বাজার মূল্য ভালো থাকায় অনেক কৃষক সুপারি চাষ শুরু করেছেন। বাড়ির আশপাশ ছাড়াও অনেকে পড়ে থাকা জমিতে সুপারির চাষ করছেন।  নীলফামারীর ডিমলায় সরগরম সুপারির হাট। সাপ্তাহিক হাটে প্রায় কোটি টাকার ওপরে ক্রয়-বিক্রয় হয় অর্থকরী ফসল সুপারি। গত বছরের তুলনায় এবার আবহাওয়া ভালো থাকায় সুপারির উৎপাদন ভালো হয়েছে। দামেও খুশি বিক্রেতারা। এভাবে বাজারদর অব্যাহত থাকলে সুপারি চাষিরা লাভবান হবে বলে আশা করছেন। ডিমলা উপজেলার  ঠাকুরগঞ্জ হাট, কলোনির হাট, সুটিবাড়ি হাট ও বাবুর হাটে প্রতি সপ্তাহে  দুই দিন সুপারি হাট বসে। এই হাটে কোটি টাকার সুপারি বিক্রি হয়। সকাল থেকেই হাট সরগরম হয়ে ওঠে সুপারি বিক্রেতার হাঁকডাকে। বেচাকেনা চলে বিকাল পর্যন্ত। এখানকার সুপারি কিনতে ভিড় করেন দূর-দূরান্তের ব্যবসায়ী এবং সাধারণ ক্রেতারা। এক পণে থাকে ২০ হালি (৮০টি) সুপারি। প্রকার ভেদে বিক্রি হয় বড় সুপারি ৫০০ টাকা দরে, মাঝারি সুপারি ৩০০ টাকা ও ছোট সুপারি ২০০ টাকা পণ দরে। সুপারি চাষি জাহাঙ্গীর আলম বলেন, চৈত্র মাসের ২৫ তারিখ থেকে সুপারি বিক্রি শুরু করেছি।

সর্বশেষ খবর