শনিবার, ২০ মে, ২০২৩ ০০:০০ টা

শাহপরীতে মোখায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ

কক্সবাজার প্রতিনিধি

ঘূর্ণিঝড় মোখার আঘাতে টেকনাফে শাহপরীর দ্বীপে ক্ষতিগ্রস্ত গ্রামগুলো ঘুরে দেখলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. আমিনুর রহমান। গতকাল বিকালে শাহপরীর দ্বীপের কয়েক গ্রামের অসহায় মানুষের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় উত্তরপাড়া আশ্রয় কেন্দ্রে ক্ষতিগ্রস্তদের মধ্যে নির্মাণসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত তালিকায় স্বজনপ্রীতি ও পর্যাপ্ত পরিমাণ ত্রাণ আছে কি না এমন প্রশ্নের জবাবে আমিনুর রহমান বলেন, ‘আমি ডিসির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। ত্রাণ নিয়ে কোনো দুর্নীতি-স্বজনপ্রীতি করলে কেউ ছাড় পাবে না।’ পর্যাপ্ত পরিমাণ ত্রাণ আছে উল্লেখ করে তিনি বলেন, ‘আশা রাখি দুর্যোগে ক্ষতিগ্রস্ত কোনো পরিবার বাদ পড়বে না। সরকারি-বেসরকারিভাবে ত্রাণ সহায়তা আসতে থাকবে।

 আমরা পর্যায়ক্রমে সবাইকে ত্রাণ দিচ্ছি। এ ছাড়া হ্নীলা, বাহারছড়া, সদর ইউনিয়নেও ক্ষতিগ্রস্তদের তালিকা হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান, ওসি আবদুল হালিম প্রমুখ।

সর্বশেষ খবর