রবিবার, ২১ মে, ২০২৩ ০০:০০ টা

খাল কাটার নামে সেতু ভাঙার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি

খাল কাটার নামে সেতু ভাঙার অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সড়কের পাশে খাল কাটার নামে সাবেক কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক আমির হোসেনকে হয়রানি, সেতু ভাঙা ও গ্যাসলাইন উচ্ছেদের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ভুক্তভোগী আমির হোসেন বাদী হয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

আমির হোসেন অভিযোগ করে বলেন, নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সহকারী প্রকৌশলী আবুল কাশেম সঠিকভাবে পরিমাপ না করে জেলা পরিষদ থেকে আমার লিজ পাওয়া ভূমিতে প্রভাব খাটিয়ে এবং প্রতিপক্ষের সঙ্গে যোগসাজশে সুবিধা নিয়ে চলাচলের সেতুর অধিকাংশ ভেঙে ফেলেছে। এমনকি তিনি (আবুল কাশেম) রাস্তার অংশও কেটে ফেলছেন। অন্য কোনো কালভার্ট বা সেতু না ভেঙে শুধু আমার রাস্তারটি ভেঙে ফেলা হয়েছে। তিনি সরকারি জায়গা পুরোটা অবৈধ দখলদারের হাত থেকে উদ্ধার না করে ব্যক্তিস্বার্থে কাজ করছেন। এ বিষয়ে তাকে জানানোর পরও আমলে নেননি। এতে আমি খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছি। জানা যায়, সোনাপুর জিরো পয়েন্ট থেকে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পর্যন্ত সড়কের পূর্ব পাশে খাল কাটার উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে পাউবোর সহকারী প্রকৌশলী আবুল কাশেম জানান, শুনেছি জেলা প্রশাসক তদন্ত কমিটি গঠন করেছেন। আমি নিয়ম মোতাবেক খাল কাটছি এবং সরকারি জায়গা হওয়ায় ব্রিজটি ভাঙছি।

সর্বশেষ খবর