সোমবার, ২২ মে, ২০২৩ ০০:০০ টা

সুপেয় পানির দাবি

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

‘সুপেয় পানি খাব, সুস্থ শরীর রাখব, পানির দেশে পানি নেই, সুপেয় পানির ব্যবস্থা চাই, নদী-পুকুর জলাশয়-দূষণকারীদের রক্ষা নয়’ স্লোগান নিয়ে পাথরঘাটায় পৌর প্রাণ রক্ষা ও সুপেয় পানির জন্য মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পাথরঘাটা প্রেস ক্লাবের আয়োজনে গতকাল বেলা ১১টায় পৌর শহরের জীবন রক্ষাকারী ও প্রাণখ্যাত রিজার্ভ পুকুর পাড়ে ৫ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। এ ছাড়া ওয়াটারকিপার্স বাংলাদেশ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলন, সিসিডিবি, বিডিক্লিন, এনএসএস, সংগ্রাম, প্রত্যয়, পাথরঘাটা যুব রেডক্রিসেন্ট, পাথরঘাটা এনসিটিএফ, পাথরঘাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাথরঘাটা আদর্শ পাইলট বালিকা উচ্চবিদ্যালয়সহ একাধিক এনজিও এবং স্বেচ্ছাসেবী সংগঠনসহ কয়েক শিক্ষার্থী। বক্তারা বলেন, পাথরঘাটা পৌর শহরের এ পুকুরটি হলো পাথরঘাটা  পৌরবাসীর প্রাণ। পানির অপর নাম জীবন, ঠিক তেমনি এ পুকুরটি হলো আমাদের প্রাণ। এ পুকুরের পানি প্রতিদিন হাজার হাজার মানুষের প্রাণের চাহিদা মেটায়। কিন্তু এখানে কিছু অসাধু লোকের কারণে পুকুরটি দীর্ঘ বছর অরক্ষিত রয়েছে। পাশাপাশি অন্তত অর্ধশত পাইপ দিয়ে অবৈধভাবে পানি নিচ্ছে। শুধু তাই নয় পুকুরের চারপাশ ভরাট করে দখল করেছে অসাধুরা। এ বিষয় পৌর কর্তৃপক্ষের কোনো নজর নেই। তিন দিনের মধ্যে পাইপসহ অবৈধ স্থাপনা সরিয়ে নিতে হবে নাহলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। কাউন্সিলর রফিকুল ইসলাম কাকন বলেন, এমপি মহোদয় আপনি পৌর নির্বাচনের সময় বলেছিলেন আপনি পৌর মেয়র, সব উন্নয়নের দায়িত্ব আপনার।

আজ কোথায় আপনার দায়িত্ব? আজ দেখুন এ পুকুরের অবস্থা। আসুন দেখে যান। তিনি আরও বলেন, চায়না ক্রিম দিয়ে জনপ্রতিনিধিরা চলাফেরা করছে তাদের কোনো লজ্জা নেই। নিজের সৌন্দর্যের দিকে খেয়াল রাখলেই হবে না, এলাকার সৌন্দার্য বাড়ান, জনগণের দিকেও খেয়াল রাখেন। কানিজ ফাতিমা বীনা বলেন, তিন দিনের মধ্যে পাইপসহ অবৈধ স্থাপনা সরিয়ে নিতে হবে নাহলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। মেহেদী শিকদার বলেন, পুকুরের চার পাশে গোমূত্ররের অভাব নেই, নিরুপায় হয়ে এ নষ্ট পানিই ব্যবহার করতে হচ্ছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর