সোমবার, ২২ মে, ২০২৩ ০০:০০ টা

শেরপুরে কৃষক প্রশিক্ষণ

শেরপুর প্রতিনিধি

শেরপুরে সবজি ফসলের রোগ দমনে জৈব ছত্রাক নাশকের ব্যবহার শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের হলরুমে অনুষ্ঠিত এ প্রশিক্ষণের আয়োজন করে শেরপুর  জেলা কৃষি বিভাগ। প্রশিক্ষণে গবেষণা সমন্বয়ক ড. মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিনার মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন- মধ্যে বিনার উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের কর্মকর্তা ড. মাহবুবা কানিজ হাসনা, ড. ইব্রাহিম খলিল, জেলার উপপরিচালক ড. সুকল্প দাস, এডিডি (ক্রপ) মো. হুমায়ুন কবির, এডিডি (প্ল্যান প্রটেক্টশন) এমদাদুল হক, বিনা নালিতাবাড়ি উপজেলার উপ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মাহবুবুল আলম তরফদার। প্রশিক্ষণে জেলার বিভিন্ন স্তরের কৃষি কর্মকর্তা এবং প্রায় ৩০ জন কৃষক অংশ নেন।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর