সোমবার, ২২ মে, ২০২৩ ০০:০০ টা

তত্ত্বাবধায়ক সরকার সব সমাধান দিতে পারে না

------ সুলতানা কামাল

সাতক্ষীরা প্রতিনিধি

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের সদস্য অ্যাডভোকেট সুলতানা কামাল বাংলাদেশের নির্বাচন নিয়ে তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার সব সমাধান দিতে পারে না। আমি নিজেও তত্ত্বাবধায়ক সরকারে ছিলাম। তত্ত্বাবধায়ক সরকার যদি নিরপেক্ষভাবে কাজ করতে না পারে তাহলে সেই তত্ত্বাবধায়ক সরকার দিয়েও কাজ হবে না। রাজনীতিকরা ও নির্বাচন কমিশন যদি ভাবে আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন করব তাহলেই সুষ্ঠু নির্বাচন সম্ভব। গতকাল সন্ধ্যায় সাতক্ষীরায় মানবাধিকার পরিস্থিতি ও করণীয় বিষয়ে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ডিস্ট্রিক হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক সাতক্ষীরার আয়োজনে এলজিইডির কনফারেন্স রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।

সর্বশেষ খবর