বুধবার, ২৪ মে, ২০২৩ ০০:০০ টা

বঙ্গবন্ধু ছিলেন শোষিতের পক্ষে : কুবি উপাচার্য

কুমিল্লা প্রতিনিধি

বঙ্গবন্ধু শান্তি প্রতিষ্ঠার জন্য যে দর্শন বুকে ধারণ করতেন তা শুধু বাংলাদেশের জন্য নয়, সারা বিশ্বের শান্তি প্রতিষ্ঠার জন্য ধারণ করেছেন। বঙ্গবন্ধু বলেছিলেন, সারা বিশ্ব দুই ভাগে বিভক্ত, একভাগে শোষক আর একভাগে শোষিত। তিনি ছিলেন শোষিতের পক্ষে। বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে গতকাল কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসনিক ভবনে আলোচনা সভায় এ কথা বলেন উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈন। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে সংসদ সদস্য আরমা দত্ত বলেন, বঙ্গবন্ধু সারা জীবন সাধারণ মানুষের পক্ষে কাজ করে গেছেন।

সর্বশেষ খবর