শিরোনাম
বুধবার, ২৪ মে, ২০২৩ ০০:০০ টা

পথচারীকে চাপা দিয়ে তেলবাহী লরি নদীতে

তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রতিদিন ডেস্ক

গাইবান্ধায় পথচারীকে চাপা দিয়ে তেলবাহী লরি নদীতে পড়ে যায়। আহত পথচারীকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ছাড়া শেরপুর ও নাটোরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।

গাইবান্ধা : গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালী ব্রিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে গতকাল একটি তেলবাহী লরি মাসুদ মিয়া (৩৫) নামের এক পথচারীকে চাপা দিয়ে নদীতে পড়ে যায়। আহত মাসুদকে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মাসুদ রামনাথপুর গ্রামের আবদুল জলিলের ছেলে।

শেরপুর : ঝিনাইগাতী উপজেলার খৈলকুড়া এলাকায় সোমবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় তজমল মিয়া (৫০) নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। তজমল নালিতাবাড়ী উপজেলার নন্নী পশ্চিমপাড়ার ওয়াজেদ আলীর ছেলে ও নন্নী ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।

নাটোর : বড়াইগ্রাম উপজেলায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কা লেগে শিপন হোসেন (৩৫) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে।

সর্বশেষ খবর