বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩ ০০:০০ টা

হত্যা মামলায় কারাগারে জেলা পরিষদ সদস্য

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার হোমনায় যুবলীগ নেতা জহির হত্যা মামলার আসামি জেলা পরিষদ সদস্য মুকবল হোসেন পাঠানকে গ্রেফতার করে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। হোমনা থানার ওসি সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। মামলা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পাঠান বাহিনীর লোকজন এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল। এর জেরে গত বছরের ১৭ ফেব্রুয়ারি আসাদপুর ইউনিয়ন যুবলীগ নেতা সালাউদ্দিন জহিরকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। জহিরের বোন পারুল আক্তার বাদী হয়ে মামলা করেন। ওই মামলায় মুকবল হোসেন পাঠান অন্যতম আসামি। বর্তমানে আদালতে ১১টি মামলা তার বিরুদ্ধে চলমান। জহির হত্যা মামলা প্রত্যাহারের জন্য গত মঙ্গলবার ঘনিয়ারচর বাজারে জহিরের বাবা রেণু মিয়ার দোকানে হামলা চালায় পাঠান বাহিনী। হোমনার ওসি সাইফুল ইসলাম জানান, হামলার ঘটনার থানায় মামলা হলে মুকবল পাঠান ও হক নামে দুজনকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

সর্বশেষ খবর