চুয়াডাঙ্গার দর্শনা পৌর এলাকার মোবারকপাড়ায় একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে ভারত থেকে পাচার করে আনা ৭৭ কেজি ৭০০ গ্রাম ওজনের রুপার গয়না জব্দ করেছে বিজিবি। গত বুধবার রাত ১০টায় পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, গোপন সূত্রে খবর পেয়ে মোবারকপাড়ার মোস্তাফ আলীর বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত চারটি বস্তায় ৭৭ কেজি ৭০০ গ্রাম রুপার গয়না পাওয়া যায়।