রবিবার, ২৮ মে, ২০২৩ ০০:০০ টা

নিরাপদ আম উৎপাদন বিষয়ে কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইবাবগঞ্জের গোমস্তাপুরে রফতানিযোগ্য নিরাপদ আম উৎপাদন বৃদ্ধিতে করণীয় ও সম্ভাবনা সম্পর্কে কর্মশালা হয়েছে। হোগলা উচ্চ বিদ্যালয় সম্মেলন কক্ষে গতকাল বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্টস অ্যাসোসিয়েশন এবং অ্যাগ্রো প্রোডাক্ট বিজনেস প্রমোশন কাউন্সিল ও বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী কর্মশালায় সভাপতিত্ব করেন এম কোরাইশী মিলু।

প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কমলারঞ্জন দাশ। বিশেষ অতিথি ছিলেন- মনোয়ারুল ইসলাম ডালিম ও মো. শুকুরুদ্দীন। আলোচক ছিলেন ড. মো. জমির উদ্দিন। কর্মশালায় মানবদেহের জন্য নিরাপদ কেমিক্যালমুক্ত আম উন্নত পদ্ধতিতে চাষাবাদ করা, রোগ-পোকা দমন ও পরিচর্যার মাধ্যমে ফলন বৃদ্ধি এবং আম ও আমজাত পণ্য রফতানির সুযোগ বৃদ্ধিকরণের অঙ্গীকার করেন উপস্থিত আমচাষি ও ব্যবসায়ীরা।

সর্বশেষ খবর