রবিবার, ২৮ মে, ২০২৩ ০০:০০ টা

দুই গ্রুপের সংঘর্ষে নিহতের ঘটনায় গ্রেফতার ৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ বন্দরে পোড়া মবিল তেলের ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অনিক গ্রুপের সন্ত্রাসী হামলায় ক্যাপ রোমান (৩৬) নিহতের ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। এদিকে পুলিশ হত্যাকান্ডের ঘটনার ওই রাতেই ঘারমোড়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি ঘাতক অনিক সরদারসহ চার সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। এ ব্যাপারে নিহত রোমানের বাবা আবদুর রহিম ওরফে আদু মিয়া বাদী হয়ে গ্রেফতার চার আসামিসহ ১৬ জনের নাম উল্লেখ করে ও আরও ৬-৭ জনকে  অজ্ঞাতনামা আসামি করে বন্দর থানায় এ মামলা করেন। তারা হলো অনিক সরদার (২৭), অন্তর হোসেন (২৫), সবুজ (৩৮) ও দিদার (৩৮)। এর আগে শুক্রবার রাতে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া বাজারের মৃত রশীদ সরদারের মার্কেটের সামনে ওই হত্যাকান্ডের ঘটনাটি ঘটে।

পুলিশ গ্রেফতারকৃতদের গতকাল দুপুরে সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করেছে। এদিকে নিহত ক্যাপ রোমানের মৃতদেহ গতকাল দুপুরে তার নিজ বাড়ি মদনগঞ্জ সৈয়ালবাড়ী ঘাটে আনা হলে দেখার জন্য উৎসুক জনতার ভিড় জমায়। পরে বাদ আসর রোমানের জানাজা মদনগঞ্জ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এবং মদনগঞ্জ সিটি করপোরেশন কবরস্থানে দাফন সম্পন্ন হয়। অনিক গ্রুপ ও রোমান গ্রুপের সংঘর্ষের ঘটনায় ঘারমোড়া, আলীনগর ও সৈয়ালবাড়ী ঘাটসহ এর আশপাশের এলাকাগুলোতে থমথমে ভাব বিরাজ করছে। বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, পোড়া তেলের ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বন্দর উপজেলার ঘারমোড়া সরদারবাড়ী এলাকার অনিক গ্রুপের সঙ্গে মদনগঞ্জ সৈয়লবাড়ী ঘাট এলাকার রোমান গ্রুপের দীর্ঘদিন পূর্বশত্রুতা চলছিল। পোড়া তেলের ব্যবসা নিয়ে ইতোপূর্বে দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে।  বন্দর থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, নিহতের ঘটনায় তার বাবা বাদী হয়ে অনিক সরদারসহ ১৬ জনের নাম উল্লেখ করে বন্দর থানায় হত্যা মামলা করেছে। হত্যাকান্ডের ঘটনার ওই রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জড়িত থাকার অপরাধে মামলার প্রধান আসামি অনিক সরদারসহ চারজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। বাকি আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘারমোড়া ও আলীনগর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ খবর