সোমবার, ২৯ মে, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর বর্তমান শিক্ষার্থীরা : হুইপ

দিনাজপুর প্রতিনিধি

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। আর বর্তমান শিক্ষার্থীরাই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবে। গতকাল দিনাজপুর চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিজ্ঞান মেলা ও সপ্তম বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হুইপ আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়তে চান। সে জন্য শিক্ষার্থীদেরই এগিয়ে আসতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শিক্ষার্থীদের স্মার্ট হতে হবে। পড়ালেখাসহ সব কাজে শিক্ষার্থীদের স্মার্ট হতে হবে। সদর উপজেলা ইউএনও মো. রমিজ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপ-সচিব মোরারজি দেশাই, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইমদাদ সরকার প্রমুখ।

চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মকবুল হেসেন প্রমুখ। হুইপ ইকবালুর রহিম বেলুন উড়িয়ে বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করে বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এর আগে সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পদকপ্রাপ্তির ৫০ বছর উদযাপনে জেলা প্রশাসন চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি এবং তাঁর নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে। উল্লেখ্য, সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের সহযোগিতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অর্থায়নে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে এ বিজ্ঞান মেলা এবং সপ্তম বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়।

 

সর্বশেষ খবর