সোমবার, ২৯ মে, ২০২৩ ০০:০০ টা

রপ্তানিযোগ্য নিরাপদ আম উৎপাদন বৃদ্ধিতে সেমিনার

 চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রপ্তানিযোগ্য নিরাপদ আমের উৎপাদন বৃদ্ধিতে করণীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সম্মেলন কক্ষে বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্টস অ্যাসোসিয়েশন এবং এ বাণিজ্য মন্ত্রণালয়ের এগ্রো প্রোডাক্ট বিজনেস প্রমোশন কাউন্সিল দিনব্যাপী সেমিনারের আয়োজন করে। বিএমপিএমএ ও চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি মো. আবদুল ওয়াহেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. রুহুল আমিন। সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সিনিয়র সহসভাপতি মো. মসিউল করিম বাবু, সহসভাপতি মো. আখতারুল ইসলাম রিমন, সাবেক সহসভাপতি মনোয়ারুল ইসলাম ডালিম প্রমুখ।

এতে আলোচক ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের অবসরপ্রাপ্ত প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. জমির উদ্দিন ও কল্যাণপুর হর্টিকালচার সেন্টারের উপপরিচালক ড. বিমল কুমার প্রামাণিক। সেমিনারে মানব দেহের জন্য নিরাপদ কেমিক্যালমুক্ত আম উন্নত পদ্ধতিতে চাষাবাদ করণ, আমের রোগ-পোকা দমন ও পরিচর্যার মাধ্যমে ফলন বৃদ্ধি এবং আম ও আমজাত পণ্য রপ্তানির সুযোগ বৃদ্ধিকরণে বিষদ আলোচনা করা হয়।

 

সর্বশেষ খবর