মঙ্গলবার, ৩০ মে, ২০২৩ ০০:০০ টা

ছাত্রলীগ নেতা হত্যা মামলায় আটজনের মৃত্যুদন্ড

প্রতিদিন ডেস্ক

ছাত্রলীগ নেতা হত্যা মামলায় আটজনের মৃত্যুদন্ড

লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতা হত্যা মামলায় আটজনের মৃত্যুদন্ড দেওয়া হয়েছে। এছাড়া কুষ্টিয়া ও খাগড়াছড়িতে দুটি খুনের মামলায় একজনকে ফাঁসি ও সাতজন যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে। প্রতিনিধিদের খবর- লক্ষ্মীপুর : ছাত্রলীগ নেতা মেহদী হাছান জসিমকে গুলি করে হত্যার দায়ে আটজনের মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। লক্ষ্মীপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আমিনা ফারহিন গতকাল এ রায় দেন। রায় শুনে আসামি ও তাদের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। দন্ডপ্রাপ্তরা হলেন আলী হোসেন বাচ্চু, মোস্তফা, খোকন, আবুল হোসেন, মোবারক উল্যা, কবির হোসেন রিপন, জাফর আহম্মদ ও হিজবুর রহমান স্বপন। মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৭ মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা ও লক্ষ্মীপুর সদর থানার তৎকালীন এসআই আবু নাছের আদালতে অভিযোগপত্র দাখিল করেন। কুষ্টিয়া : সৎ ভাইকে কুপিয়ে হত্যার দায়ে মিলন হোসেন (৩৮) নামে একজনকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। কুষ্টিয়া  জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমিন গতকাল এ রায় দেন। দন্ডপ্রাপ্ত মিলন হোসেন কুষ্টিয়ার  দৌলতপুর উপজেলার জামালপুর কান্দিপাড়া গ্রামের নান্দু মন্ডলের ছেলে। খাগড়াছড়ি : রামগড়ে ২০১৪ সালের নুরুল হক কোম্পানি হত্যা মামলার সাত আসামিকে গতকাল যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শাহিন উদ্দিন। আসামিরা হলেন- রাসেল, মিজানুর রহমান, আবদুল মোতালেব, রেজাউল করিম, শাহ আলম, হারুন ও নুরুল আবছার।

সর্বশেষ খবর