দুর্গম হাওরের মাঝখানে দ্বীপসদৃশ নবগঠিত উপজেলা সদর মধ্যনগর। প্রাকৃতিক প্রতিকূলতায় এখানে সড়ক যোগাযোগব্যবস্থা গড়ে ওঠেনি সেই অর্থে। নৌকাই এ অঞ্চলের মানুষের যাতায়াতের প্রধান বাহন। বাণিজ্যিক ও কৃষিপণ্য পরিবহনেও ব্যবহৃত হয়ে আসছে নৌযান। দুর্গম এ হাওর উপজেলার নৌযান চলাচলের ‘লাইফলাইন’ হিসেবে ভূমিকা রাখছে ভারত থেকে আসা সোমেশ্বরী নদী। আবহমান কাল থেকে এ নদী দিয়ে যাতায়াত ও মালামাল পরিবহন করে আসছেন এ অঞ্চলের মানুষ। স্থানীয়রা জানান, বছর বছর পাহাড়ি ঢলের সঙ্গে বালু ও পলি এসে ক্রমেই ভরাট হয়ে গেছে সোমেশ্বরী। এখনকার গুরুত্বপূর্ণ অপর একটি নদী গোমাইও হারিয়েছে নাব্য। হেমন্তে প্রায় শুকিয়ে যায় সোমেশ্বরী ও গোমাই। নদীর এখানে-সেখানে জেগে উঠেছে চর। হাঁটুজল নদী দিয়ে আর চলাচল করতে পারে না নৌযান। সোমেশ্বরী নদী ভরাট হয়ে যাওয়ায় জেলার বৃহৎ ধানের মোকাম মধ্যনগর হারাতে বসেছে জৌলুস। পরিবহনে প্রতিকূলতা থাকায় বছরের একটিমাত্র ফসল বোরো ধানের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন কৃষক। জানা যায়, মূল সোমেশ্বরী নদীর একটি শাখা নেত্রকোনার দুর্গাপুর থেকে বারহাট্টা উপজেলার ঠাকুরাকোনা হয়ে আটপাড়ার দিকে চলে গেছে। অন্য শাখাটি কলমাকান্দা হয়ে মধ্যনগর এসে গোমাই নদীতে মিলেছে। সরেজমিন ঘুরে দেখা যায়, গ্রীষ্মের এ সময়ে এসেও সোমেশ্বরী ও তার শাখা নদীগুলোতে নৌযান চলাচলের মতো নাব্য নেই। হাঁটুসমান পানিতে ছোট আকারের ট্রলার কোনোমতে চলাচল করলেও বড় নৌযান বন্ধ রয়েছে। মধ্যনগর গ্রামের ব্যবসায়ী আশরাফ উদ্দিন হিল্লোল বলেন, নৌপথই এ অঞ্চলের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা। নদীগুলো ভরাট হয়ে যাওয়ায় ভোগান্তির শেষ নেই। ভরাট হওয়া নদী খনন করলে এখানকার আর্থ-সামাজিক উন্নতি হতো। মধ্যনগর বাজার ধান-চাল আড়ত কল্যাণ সমিতির সভাপতি জহিরুল হক বলেন, এ মোকামে প্রতি বছর ৩০ থেকে ৩৫ লাখ মণ ধান বিক্রি হয়। নদীতে পানি না থাকায় যাতায়াত খরচ বেশি পড়ে। ফলে কম দামে ধান বিক্রি করতে হচ্ছে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মামুন খন্দকার বলেন, ১৪টি নদী পুনর্খননে একটি প্রকল্প প্রক্রিয়াধীন আছে। এটি পাস হলে সোমেশ্বরীসহ অন্য নদীগুলো খনন কাজ শুরু হবে।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ