দুর্গম হাওরের মাঝখানে দ্বীপসদৃশ নবগঠিত উপজেলা সদর মধ্যনগর। প্রাকৃতিক প্রতিকূলতায় এখানে সড়ক যোগাযোগব্যবস্থা গড়ে ওঠেনি সেই অর্থে। নৌকাই এ অঞ্চলের মানুষের যাতায়াতের প্রধান বাহন। বাণিজ্যিক ও কৃষিপণ্য পরিবহনেও ব্যবহৃত হয়ে আসছে নৌযান। দুর্গম এ হাওর উপজেলার নৌযান চলাচলের ‘লাইফলাইন’ হিসেবে ভূমিকা রাখছে ভারত থেকে আসা সোমেশ্বরী নদী। আবহমান কাল থেকে এ নদী দিয়ে যাতায়াত ও মালামাল পরিবহন করে আসছেন এ অঞ্চলের মানুষ। স্থানীয়রা জানান, বছর বছর পাহাড়ি ঢলের সঙ্গে বালু ও পলি এসে ক্রমেই ভরাট হয়ে গেছে সোমেশ্বরী। এখনকার গুরুত্বপূর্ণ অপর একটি নদী গোমাইও হারিয়েছে নাব্য। হেমন্তে প্রায় শুকিয়ে যায় সোমেশ্বরী ও গোমাই। নদীর এখানে-সেখানে জেগে উঠেছে চর। হাঁটুজল নদী দিয়ে আর চলাচল করতে পারে না নৌযান। সোমেশ্বরী নদী ভরাট হয়ে যাওয়ায় জেলার বৃহৎ ধানের মোকাম মধ্যনগর হারাতে বসেছে জৌলুস। পরিবহনে প্রতিকূলতা থাকায় বছরের একটিমাত্র ফসল বোরো ধানের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন কৃষক। জানা যায়, মূল সোমেশ্বরী নদীর একটি শাখা নেত্রকোনার দুর্গাপুর থেকে বারহাট্টা উপজেলার ঠাকুরাকোনা হয়ে আটপাড়ার দিকে চলে গেছে। অন্য শাখাটি কলমাকান্দা হয়ে মধ্যনগর এসে গোমাই নদীতে মিলেছে। সরেজমিন ঘুরে দেখা যায়, গ্রীষ্মের এ সময়ে এসেও সোমেশ্বরী ও তার শাখা নদীগুলোতে নৌযান চলাচলের মতো নাব্য নেই। হাঁটুসমান পানিতে ছোট আকারের ট্রলার কোনোমতে চলাচল করলেও বড় নৌযান বন্ধ রয়েছে। মধ্যনগর গ্রামের ব্যবসায়ী আশরাফ উদ্দিন হিল্লোল বলেন, নৌপথই এ অঞ্চলের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা। নদীগুলো ভরাট হয়ে যাওয়ায় ভোগান্তির শেষ নেই। ভরাট হওয়া নদী খনন করলে এখানকার আর্থ-সামাজিক উন্নতি হতো। মধ্যনগর বাজার ধান-চাল আড়ত কল্যাণ সমিতির সভাপতি জহিরুল হক বলেন, এ মোকামে প্রতি বছর ৩০ থেকে ৩৫ লাখ মণ ধান বিক্রি হয়। নদীতে পানি না থাকায় যাতায়াত খরচ বেশি পড়ে। ফলে কম দামে ধান বিক্রি করতে হচ্ছে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মামুন খন্দকার বলেন, ১৪টি নদী পুনর্খননে একটি প্রকল্প প্রক্রিয়াধীন আছে। এটি পাস হলে সোমেশ্বরীসহ অন্য নদীগুলো খনন কাজ শুরু হবে।
শিরোনাম
- চলতি বছর ই-রিটার্ন দাখিল করেছেন ১০ লাখের বেশি করদাতা
- ‘শাপলা যদি দিতেই চান একটু ফুটাইয়া দিলে ক্ষতি কী?’
- পাপ ও প্রতিশোধের ভয়ংকর গল্প ‘কিতাব সিজ্জিন দান ইল্লিয়িন’ আসছে স্টার সিনেপ্লেক্সে
- কাশ্মীরে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের ঘোষণা পাকিস্তানের
- নিজেদের সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রুশ কমান্ডাররা
- সুদানের এল ফাশেরে ১৪ হাজারের বেশি বেসামরিক নিহত
- বিএমএ ‘হল অব ফেইম’-এ অন্তর্ভুক্ত হলেন নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান
- তুরস্কের অনুরোধে আফগানিস্তান-পাকিস্তান ফের আলোচনায় বসছে
- মহাকাশ মিশনে যাচ্ছেন প্রথম পাকিস্তানি নভোচারী
- প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি গঠন
- রাবিতে যাতায়াত সুবিধায় ই-কার সার্ভিস চালুর ঘোষণা
- কুমিল্লায় নিখোঁজের ৭ দিন পর শিশু আদিবার মরদেহ উদ্ধার
- ইরানের চাবাহার বন্দর নিয়ে মার্কিন নিষেধাজ্ঞায় ছাড় পেল ভারত
- ছাত্ররাই যুগে যুগে দেশকে রাহুমুক্ত করেছে: টুকু
- নির্বাচনী আইন ও বিধি সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা জরুরি
- স্থানীয় স্তরে সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগের আহ্বান
- ভিয়েতনামে বন্যায় ১০ জনের প্রাণহানি
- মোংলায় পুষ্টি, স্বাস্থ্যবিধি ও বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম
- রংপুরে দুই ক্লিনিকের অপারেশন থিয়েটার ও একটি ডায়াগনোস্টিক সেন্টার সিলগালা
- দেশব্যাপী চলছে ওয়ালটনের আইটি ফেয়ার, পণ্য ক্রয়ে থাকছে বিশেষ সুবিধা
যৌবন হারিয়েছে সোমেশ্বরী
♦ জেগেছে একাধিক চর ♦ বন্ধ নৌচলাচল
মাসুম হেলাল, সুনামগঞ্জ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর