শনিবার, ৩ জুন, ২০২৩ ০০:০০ টা

ছয় মাসে ১৩৩ মামলা গ্রেফতার ২০২

বগুড়ায় ডিবির বিশেষ অভিযান

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ছয় মাসে বিশেষ অভিযান চালিয়ে সফলতা পেয়েছে। এসব অভিযানে আগ্নেয়াস্ত্র, ১০৬ কেজি গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করেছে। এসব ঘটনায় জড়িত ২০২ জনকে গ্রেফতার করেছে। জানা যায়, বগুড়া ডিবি পুলিশ ছয় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে। এসব অভিযানে ডিবি পুলিশের সফলতার হার বেশি। ডিবি পুলিশ কার্যালয়ের কর্মকর্তারা বলছেন, ছয় মাসে ডিবি পুলিশ ১৩৩টি মামলা করেছে। বিভিন্ন অভিযোগে করা মামলায় গ্রেফতার করে ২০২ জনকে। অভিযানকালে উদ্ধার হয়েছে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি, গাঁজা ১০৬ কেজি, ইয়াবা বড়ি ১১ হাজার ৭২০ পিস, ফেনসিডিল ৬৯৬ বোতল, নেশার বড়ি ট্যাপেন্টাডল-৫ হাজার ৮৯৫ পিস, বৈধ কাগজপত্র না থাকায় ১২টি মোটরসাইকেল, অপরাধে জড়িত থাকায় প্রাইভেট কার দুটি, ১ লাখ জাল টাকা। এ ছাড়া বগুড়ার প্রধান ডাকঘরে অফিস সহকারীকে খুন করে ডাকাতির ঘটনায় আসামি গ্রেফতার ও রহস্য উন্মোচনসহ কয়েকটি হত্যাকান্ডের ঘটনায় আসামি গ্রেফতারে সফলতা দেখায়। ডিবি পুলিশের সঙ্গে পাল্লা দিয়ে থানা পুলিশ আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে কাজ করছে বলে জানান পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী। বগুড়া ডিবির পরিদর্শক সাইহান ওলিউল্লাহ জানান, পুলিশ সুপার ডিবি পুলিশের ওপর যে দায়িত্ব দেন সেটা আমরা পালন করে যাচ্ছি। তিনি কঠোরভাবে মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়ে কাজ করে যাচ্ছেন।

তার শ্রম ও মেধার কারণে ডিবি পুলিশ থানা ও অন্য পুলিশ সদস্যরা জেলায় সফলভাবে কাজ করে যাচ্ছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপারদের সহযোগিতা নিয়ে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার্থে টিম ডিবি বগুড়ার অভিযান অব্যাহত থাকবে। যেসব অস্ত্র উদ্ধার, মাদক উদ্ধার ও গ্রেফতার করা হয়েছে। সেসব প্রতিটি ঘটনার বিরুদ্ধে মামলা হয়েছে। মামলা করে আসামিদের আদালতে পাঠনো হয়েছে।

সর্বশেষ খবর