সোমবার, ৫ জুন, ২০২৩ ০০:০০ টা

‘রাইস ট্রান্সপ্লান্টারে’ আউশ ধানের চারা রোপণ

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

আধুনিক যন্ত্র ‘রাইস ট্রান্সপ্লান্টারে’র মাধ্যমে সিলেটের বিশ্বনাথে প্রথমবারের মতো আউশ ধানের চারা রোপণ শুরু হয়েছে। গতকাল বিকাল ৩টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে দশঘর ইউনিয়নের সমের্মদান গ্রামের সফল চাষি লুৎফুর রহমানের জমিতে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুুসরাত জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, উপসহকারী কৃষি কর্মকর্তা (দশঘর ব্লক) জাকারিয়া আহমদ এবং সালেহ আহমদ জীবন (দেওকলস ব্লক), বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন সভাপতি সাইফুল ইসলাম বেগ, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার জয়ী কৃষক জাবের আহমদ, স্থানীয় কৃষক আবদুল আলী, আতর আলী, জুবের আহমদ ও আবদুল মুহিত। কৃষক লুৎফুর রহমান বলেন, এবার আমি ২০ বিঘা জমিতে ‘রাইস ট্রান্সপ্লান্টার’ দিয়ে আউশ ধানের চারা রোপণের উদ্যোগ নিয়েছি। এতে বিঘাপ্রতি আমার খরচ হবে ৮০০ টাকা হারে ১৬ হাজার টাকা। আর মাত্র দুই দিনেই শেষ হবে ২০ বিঘা জমি রোপণ। অথচ এ জমি চারজনে হাতে রোপণ করলে সময় ব্যয় হবে ২০ দিন। আর খবচ বাড়বে আরও ২৪ হাজার টাকা। এ ক্ষেত্রে অর্থ-সময় দুটোই সাশ্রয় হচ্ছে আমার। হাতে রোপণের তুলনায় মেশিনে ফলনও ভালো হয়। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে চারা রোপণ ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে। তবে আউশ মৌসুমে তেমন একটা রোপণ করা হয় না।

সর্বশেষ খবর