সোমবার, ৫ জুন, ২০২৩ ০০:০০ টা

সুরক্ষিত মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় বিশেষজ্ঞদের উদ্বেগ

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় এখন পর্যন্ত সুরক্ষিত কার্যকর ব্যবস্থা না থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। মেডিকেল বর্জ্য প্রক্রিয়াজাতকরণ বিষয়ে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের উদ্যোগে শনিবার শহরের এক হোটেলে আয়োজিত সেমিনারে উদ্বেগের কথা জানান তারা। অধ্যক্ষ প্রফেসর ডা. আ ন ম নৌশাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক। বিশেষ অতিথি ছিলেন- শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. হাবিবুর রহমান, কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. সাইফুল ইসলাম, কিশোরগঞ্জ পরিবার পরিকল্পনা অধিদফতরের সহকারী পরিচালক ডা. হোসনা বেগম ও প্রেসিডেন্ট আবতুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মো. শহীদুল্লাহ। বক্তারা বলেন, কিশোরগঞ্জে এতগুলো ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, মেডিকেল কলেজ ও হাসপাতাল থাকার পরও এখন পর্যন্ত কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা করতে না পারা দুঃখজনক বলে মন্তব্য করেন। এ বিষয়ে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

 

সর্বশেষ খবর