মঙ্গলবার, ৬ জুন, ২০২৩ ০০:০০ টা

কুমিল্লার ২৫০ বছরের পুরনো হাতিপুকুর বাঁচানোর দাবি

কুমিল্লা প্রতিনিধি

জেলা প্রশাসক কার্যালয়ে চলছে পরিবেশ দিবসের আলোচনা সভা। বক্তব্য রাখছিলেন কর্মকর্তারা। এ সময় আচমকা সভায় ঢুকে পড়েন একদল স্থানীয় বাসিন্দা। তাদের কারও হাতে ব্যানার, কারও হাতে প্ল্যাকার্ড। তাদের দাবি নগরীর দ্বিতীয় মুরাদপুর এলাকার হাতিপুকুর বাঁচানোর। ঘটনাটি গতকাল কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের। পরে আশ্বাসে সম্মেলন কক্ষ থেকে বের হয়ে আসেন তারা। এ সময় ডিসি অফিসের সামনে মানববন্ধন করেন তারা। পরে ওই পুকুরের ভরাট কাজ বন্ধ করার লক্ষ্যে জেলা প্রশাসক বরাবর দেওয়া হয় স্মারকলিপি। মানববন্ধনকারীদের অভিযোগ, ২৫০ বছরের পুরনো কুমিল্লা নগরীর হাতিপুকুর একটি চক্র ভরাট করছে। রাজা বীর মানিক্য বাহাদুর এ পুকুরটি খনন করেন। মালিকায় ছিলেন রাজা নিজেই। পরে কালক্রমে পুকুটি লিজ দেওয়া হয়। লিজের পরবর্তী সময় একটি চক্র পুকুরটি নিজেদের বলে দাবি করে আসছে। নগরীর পূর্বাঞ্চলের অর্ধ লাখ মানুষের পানির চাহিদা মেটানো হচ্ছে হাতি পুকুর থেকে। বর্তমানে পুকুরের উত্তরপূর্ব কোনে রাতের আঁধারে অনেক অংশই ভরাট করে ফেলেছে। সে স্থানে রাতারাতি ঘর উঠিয়ে ও গাছের চারা লাগিয়ে বুঝাচ্ছে এ অংশটি পুকুরের নয়। পুকুরের দক্ষিণপূর্ব কোনের বেশকিছু অংশও ভরাট করা শুরু করেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর