পাবনার ভাঙ্গুড়ায় মাটি ব্যবসায়ীরা ফসলি জমিতে ভেকু মেশিন দিয়ে দিনে ও রাতের আঁধারে নির্বিচারে অনুমোদনবিহীন পুকুর খনন করে মাটি বিক্রি করছেন। তারা ভূমি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফসলি জমির মাটি বিক্রির মহোৎসবে মেতেছেন। এতে স্থানীয় উপজেলা প্রশাসন ও পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ বলে মনে করছে কৃষি সংশ্লিষ্ট সচেতন মহল। উপজেলার খানমরিচ ইউনিয়নের দুধবাড়িয়া-বড়পুকুরিয়া গ্রামে ফসলি জমিতে দিনেরাতে এ পুকুর খননের কাজ চলছে। মাটি ব্যবসায়ী এক ঠিকাদার টুটুল হোসেন বলেন, স্থানীয় উপজেলা প্রশাসন, ভূমি অফিসের কর্মকর্তা ও থানা পুলিশকে ম্যানেজ করে তিনি ফসলি জমিতে মাটি কাটছেন ও তা বিক্রয় করছেন। তবে লিখিত কোনো ধরনের অনুমোদনপত্র দেখাতে পারেননি তিনি। এলাকাবাসীর দাবি, ফসলি জমিতে অনুমোদনবিহীন পুকুর খনন বন্ধ হওয়া দরকার। সম্প্রতি দুধবাড়িয়া-বড়পুকুরিয়া এলাকায় দেখা গেছে ওই গ্রামের মৃত গোলাপ হাজীর ছেলে আদম আলী তার আবাদি প্রায় ৫০ শতাংশ জমিতে ভেকু মেশিন দিয়ে পুকুর খনন করছেন। ভেকু চালক আ. রহিম জানান, টুটুল সাহেব তাদেরকে ঘণ্টা চুক্তিতে নিয়ে এসেছেন। জমি খননের অনুমোদনের বিষয়ে তিনি কিছুই বলতে পারবেন না। গত সপ্তাহ খানেক ধরে তারা ফসলি জমিতে ১০ থেকে ১৫ ফুট গভীর করে খনন করে ড্রাম ট্রাক যোগে বিভিন্ন স্থানে মাটি বিক্রিয় করছেন। এতে অনুমোদন না নিয়েই ফসলি জমিতে পুকুর খনন একদিকে সরকারের ভূমি সংরক্ষণ আইনকে যেমন বৃদ্ধাঙ্গুলি দেখানো হচ্ছে অন্যদিকে ফসলি জমি সংকুচিত হচ্ছে দিন দিন। জমির মালিক আদম আলী ফসলি জমিতে মাটি কাটা হচ্ছে স্বীকার করে বলেন, অনুমোদনের বিষয়ে মাটি ব্যবসায়ীরা বলতে পারবেন। অনুমোদনের বিষয়ে তিনি কিছু জানেন না। এ ব্যপারে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ফসলি জমিতে মাটি কাটার বিষয়ে তার জানা নেই। কেউ অভিযোগ দিলে বিষয়টি দেখা হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, ফসলি জমিতে অনুমোদনবিহীন মাটি কেটে পুকুর খনন করার বিধান নেই। খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
শিরোনাম
- শান্তি প্রস্তাব মেনে নিতে ইউক্রেনকে সময় বেঁধে দিলেন ট্রাম্প
- মামদানিকে ট্রাম্পের অভিনন্দন, বৈঠককে বললেন ‘দারুণ ও ফলপ্রসূ’
- ফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ
- ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০