হোটেল কক্ষে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় ম্যানেজার জাহাঙ্গীর ফকিরকে (৩৮) পেট্রল ঢেলে আগুন দিয়ে হত্যার প্রতিবাদ ও অভিযুক্তের ফাঁসি দাবিতে দুমকীতে বিক্ষোভ মানববন্ধন করেছেন এলাকাবাসী। উপজেলার মুরাদিয়া বোর্ড অফিস সংলগ্ন মহাসড়কে গতকাল এ কর্মসূচিতে নিহতের পরিবারসহ কয়েক শ নারী-পুরুষ অংশ নেন।
এ সময় মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার, সাবেক চেয়ারম্যান মো. জাফরউল্লাহ, নিহতের স্ত্রী ফাতেমা বেগমসহ বক্তারা অবিলম্বে অভিযুক্ত গ্রেফতার সাকিব গাজীকে মৃত্যুদণ্ড দেওয়ার দাবি জানান। সাকিব গাজী পটুয়াখালী ফটিকের খেয়াঘাট এলাকার শাহিন গাজীর ছেলে। পরে বিক্ষোভে অংশ গ্রহণকারীরা মুরাদিয়া জয়গুননেছা মাধ্যমিক বিদ্যালয় মাঠে নিহত জাহাঙ্গীর ফকিরের জানাজায় অংশ নেন।