পঞ্চগড়ের বোদা উপজেলার কালিয়াগঞ্জ এলাকার একটি সেতু হেলে পড়েছে। যে কোনো সময় ধসে পড়তে পারে সেতুটি। এতে চলাচল ঝুঁকির মধ্যে পড়েছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, প্রায় দেড় বছর আগে সেতুটি হেলে পড়লেও সংস্কারের উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জানা যায়, কালিয়াগঞ্জ বাজার থেকে সদর উপজেলার তালমা পর্যন্ত রাস্তাটি সংযুক্ত করেছে এ সেতু। সদর উপজেলার পয়ামারি কান্দর থেকে বর্ষার সময় বিপুল পরিমাণ পানি কালিয়াগঞ্জ ডারা হয়ে এ সেতুর নিচ দিয়ে প্রবাহিত হয়ে করতোয়া নদীতে যায়। ২০১১ সালে সেতুটি নির্মাণ করে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদফতর। সেতুর ওপর দিয়ে প্রতিদিন চলাচল করেন হাজার হাজার মানুষ। বোদা উপজেলা শহরের সঙ্গে যোগাযোগেরও একমাত্র অবলম্বন এ সড়ক। ফলে স্থানীয় কয়েক গ্রামের মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছেন। করতোয়া নদীর বাউনি, বাগডোগরাসহ বেশকিছু ঘাট থেকে বালু নিয়ে সেতুর দিয়ে চলাচল করে ট্রাক। ভ্যান, রিকশা, অটোবাইক, মোটরবাইক চলে এ সেতুতে। স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থীদের চলাচলেরও একমাত্র ভরসা এ রাস্তা। বিকল্প সড়ক না থাকায় সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয়রা বলছেন, সেতুর পূর্ব পাশের একটি পিলারের নিচে সুড়ঙ্গ হয়ে গেছে। এ জন্য হেলে পড়েছে। কিছুদিন পর সুড়ঙ্গটি আরও বড় হলে সম্পূর্ণ সেতু ধসে পড়বে। তখন বন্ধ হয়ে যাবে যাতায়াত। কালিয়াগঞ্জ আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হালিম খোকন বলেন, সেতুটি এ এলাকার জন্য খুব গুরুত্বপূর্ণ। হেলে পড়ার কারণে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। জরুরিভিত্তিতে এটি মেরামত বা পুননির্মাণ করা দরকার। কাজলদীঘি কালিয়াগঞ্জ ইউপি চেয়ারম্যান আবদুল মোমিন জানান, দেড় বছর আগে বর্ষ মৌসুমে এ সেতুর একটি খুঁটির নিচে সুড়ঙ্গ হয়ে এটি হেলে পড়ে। কাজের মান ভালো হয়নি বলে এমন ঘটনা ঘটেছে। এরপর আমরা সংশ্লিষ্ট দফতরে অনেকবার যোগাযোগ করেছি কিন্তু কাজ হয়নি। এবার অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে গেছে সেতুটি। যে কোনো সময় ভেঙে পড়তে পারে। পঞ্চগড় স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী শামছুজ্জামান জানান, বোদা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কাছে এনওসি চেয়েছি। অনেক দিন হয়ে গেল এখনো পাইনি। ফলে সেতুটি সংস্কার করতে দেরি হচ্ছে। এখন এনওসি না দিলেও সেতুটি সংস্কারে দ্রুত উদ্যোগ নেওয়া হবে।
শিরোনাম
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
- সাবেক সংস্কৃতিমন্ত্রী নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব
- ৩ জেলার ডিসিকে প্রত্যাহার
- প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ
- দিনাজপুরে আগাম জাতের সবজি চাষে ব্যস্ত কৃষক
- কেরালায় ভয়ঙ্কর হয়ে উঠেছে মস্তিষ্ক-খেকো অ্যামিবা, নয় মাসে মৃত্যু ১৭
- আখাউড়ায় বিজয় ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ২
- রশিদপুরের পুরনো কূপ থেকে নতুন করে গ্যাস সঞ্চালন শুরু
- শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বিজিএমইএ’র বৈঠক
- সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার
- খোলাহাটীতে পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের দাবিতে মানববন্ধন
- নওগাঁয় গাঁজাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার
- যে পাঁচ কারণে জেন-জি আন্দোলন সামাল দিতে ব্যর্থ হয় নেপাল
- নেপালে লুট করা জিনিস বেচাকেনার বিরুদ্ধে সতর্কতা জারি
- রাকসু নির্বাচনে একাডেমিক ও দাফতরিক কার্যক্রম দু’দিন বন্ধ
- আওয়ামী লীগ ফিরে এলে তোমাদের হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না : ইলিয়াস
- আরাকান আর্মির কাছে বন্দি ১০৪ জন জেলে: বিজিবি সেক্টর কমান্ডার
- বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন, স্নিগ্ধ বেকারিকে জরিমানা