পঞ্চগড়ের বোদা উপজেলার কালিয়াগঞ্জ এলাকার একটি সেতু হেলে পড়েছে। যে কোনো সময় ধসে পড়তে পারে সেতুটি। এতে চলাচল ঝুঁকির মধ্যে পড়েছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, প্রায় দেড় বছর আগে সেতুটি হেলে পড়লেও সংস্কারের উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জানা যায়, কালিয়াগঞ্জ বাজার থেকে সদর উপজেলার তালমা পর্যন্ত রাস্তাটি সংযুক্ত করেছে এ সেতু। সদর উপজেলার পয়ামারি কান্দর থেকে বর্ষার সময় বিপুল পরিমাণ পানি কালিয়াগঞ্জ ডারা হয়ে এ সেতুর নিচ দিয়ে প্রবাহিত হয়ে করতোয়া নদীতে যায়। ২০১১ সালে সেতুটি নির্মাণ করে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদফতর। সেতুর ওপর দিয়ে প্রতিদিন চলাচল করেন হাজার হাজার মানুষ। বোদা উপজেলা শহরের সঙ্গে যোগাযোগেরও একমাত্র অবলম্বন এ সড়ক। ফলে স্থানীয় কয়েক গ্রামের মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছেন। করতোয়া নদীর বাউনি, বাগডোগরাসহ বেশকিছু ঘাট থেকে বালু নিয়ে সেতুর দিয়ে চলাচল করে ট্রাক। ভ্যান, রিকশা, অটোবাইক, মোটরবাইক চলে এ সেতুতে। স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থীদের চলাচলেরও একমাত্র ভরসা এ রাস্তা। বিকল্প সড়ক না থাকায় সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয়রা বলছেন, সেতুর পূর্ব পাশের একটি পিলারের নিচে সুড়ঙ্গ হয়ে গেছে। এ জন্য হেলে পড়েছে। কিছুদিন পর সুড়ঙ্গটি আরও বড় হলে সম্পূর্ণ সেতু ধসে পড়বে। তখন বন্ধ হয়ে যাবে যাতায়াত। কালিয়াগঞ্জ আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হালিম খোকন বলেন, সেতুটি এ এলাকার জন্য খুব গুরুত্বপূর্ণ। হেলে পড়ার কারণে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। জরুরিভিত্তিতে এটি মেরামত বা পুননির্মাণ করা দরকার। কাজলদীঘি কালিয়াগঞ্জ ইউপি চেয়ারম্যান আবদুল মোমিন জানান, দেড় বছর আগে বর্ষ মৌসুমে এ সেতুর একটি খুঁটির নিচে সুড়ঙ্গ হয়ে এটি হেলে পড়ে। কাজের মান ভালো হয়নি বলে এমন ঘটনা ঘটেছে। এরপর আমরা সংশ্লিষ্ট দফতরে অনেকবার যোগাযোগ করেছি কিন্তু কাজ হয়নি। এবার অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে গেছে সেতুটি। যে কোনো সময় ভেঙে পড়তে পারে। পঞ্চগড় স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী শামছুজ্জামান জানান, বোদা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কাছে এনওসি চেয়েছি। অনেক দিন হয়ে গেল এখনো পাইনি। ফলে সেতুটি সংস্কার করতে দেরি হচ্ছে। এখন এনওসি না দিলেও সেতুটি সংস্কারে দ্রুত উদ্যোগ নেওয়া হবে।
শিরোনাম
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
- জকসু নির্বাচন উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি
- লক্ষ্মীপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
- হত্যাচেষ্টা মামলায় তাপস-কামরুলসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট
হেলে পড়া সেতুতে চলাচলে ঝুঁকি
সরকার হায়দার, পঞ্চগড়
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর