পঞ্চগড়ের বোদা উপজেলার কালিয়াগঞ্জ এলাকার একটি সেতু হেলে পড়েছে। যে কোনো সময় ধসে পড়তে পারে সেতুটি। এতে চলাচল ঝুঁকির মধ্যে পড়েছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, প্রায় দেড় বছর আগে সেতুটি হেলে পড়লেও সংস্কারের উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জানা যায়, কালিয়াগঞ্জ বাজার থেকে সদর উপজেলার তালমা পর্যন্ত রাস্তাটি সংযুক্ত করেছে এ সেতু। সদর উপজেলার পয়ামারি কান্দর থেকে বর্ষার সময় বিপুল পরিমাণ পানি কালিয়াগঞ্জ ডারা হয়ে এ সেতুর নিচ দিয়ে প্রবাহিত হয়ে করতোয়া নদীতে যায়। ২০১১ সালে সেতুটি নির্মাণ করে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদফতর। সেতুর ওপর দিয়ে প্রতিদিন চলাচল করেন হাজার হাজার মানুষ। বোদা উপজেলা শহরের সঙ্গে যোগাযোগেরও একমাত্র অবলম্বন এ সড়ক। ফলে স্থানীয় কয়েক গ্রামের মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছেন। করতোয়া নদীর বাউনি, বাগডোগরাসহ বেশকিছু ঘাট থেকে বালু নিয়ে সেতুর দিয়ে চলাচল করে ট্রাক। ভ্যান, রিকশা, অটোবাইক, মোটরবাইক চলে এ সেতুতে। স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থীদের চলাচলেরও একমাত্র ভরসা এ রাস্তা। বিকল্প সড়ক না থাকায় সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয়রা বলছেন, সেতুর পূর্ব পাশের একটি পিলারের নিচে সুড়ঙ্গ হয়ে গেছে। এ জন্য হেলে পড়েছে। কিছুদিন পর সুড়ঙ্গটি আরও বড় হলে সম্পূর্ণ সেতু ধসে পড়বে। তখন বন্ধ হয়ে যাবে যাতায়াত। কালিয়াগঞ্জ আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হালিম খোকন বলেন, সেতুটি এ এলাকার জন্য খুব গুরুত্বপূর্ণ। হেলে পড়ার কারণে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। জরুরিভিত্তিতে এটি মেরামত বা পুননির্মাণ করা দরকার। কাজলদীঘি কালিয়াগঞ্জ ইউপি চেয়ারম্যান আবদুল মোমিন জানান, দেড় বছর আগে বর্ষ মৌসুমে এ সেতুর একটি খুঁটির নিচে সুড়ঙ্গ হয়ে এটি হেলে পড়ে। কাজের মান ভালো হয়নি বলে এমন ঘটনা ঘটেছে। এরপর আমরা সংশ্লিষ্ট দফতরে অনেকবার যোগাযোগ করেছি কিন্তু কাজ হয়নি। এবার অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে গেছে সেতুটি। যে কোনো সময় ভেঙে পড়তে পারে। পঞ্চগড় স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী শামছুজ্জামান জানান, বোদা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কাছে এনওসি চেয়েছি। অনেক দিন হয়ে গেল এখনো পাইনি। ফলে সেতুটি সংস্কার করতে দেরি হচ্ছে। এখন এনওসি না দিলেও সেতুটি সংস্কারে দ্রুত উদ্যোগ নেওয়া হবে।
শিরোনাম
- টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগের ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- রাজশাহীতে মাদকসহ ৬ কারবারি গ্রেপ্তার
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১০৪৫ মামলা
- ৪৮ ঘন্টার জন্য দেশের জ্বালানি কূপগুলোতে ড্রিলিং কার্যক্রম বন্ধ
- হবিগঞ্জে কৃষককে কুপিয়ে হত্যা
- শেখ হাসিনা-রেহানার মামলার যুক্তিতর্ক ২৫ নভেম্বর
- রণবীরের সঙ্গে ট্রাম্পের হবু পুত্রবধূর নাচের ভিডিও ভাইরাল
- বড় ভূমিকম্প মোকাবিলায় কী পরিস্থিতি হবে, বলা যায় না : স্বরাষ্ট্র উপদেষ্টা
- নির্বাচন পরিচালনায় সহযোগিতা করতে প্রস্তুত কমনওয়েলথভুক্ত ৫৬ দেশ
- বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে ট্রেন আটকে রাখল শিক্ষার্থীরা
- সব ধরনের কাউন্টার সেবা বন্ধ করলো বাংলাদেশ ব্যাংক
- শীতের দিনেও ব্যায়াম, যা খেয়াল রাখা জরুরি
- প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে: জামায়াত নেতা শাহাজাহান
- মুখে বলিরেখা সমস্যার প্রাকৃতিক সমাধান
- বিশ্বকাপ : বাংলাদেশের সামনে পড়তে পারে ইতালি
- শুল্কের হুমকি দিয়ে আট যুদ্ধের পাঁচটিই থামিয়েছি: ট্রাম্প
- নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণীও বাধ্যতামূলক: দুদক চেয়ারম্যান
- হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা
- ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল সিলেটের যুবকের
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
হেলে পড়া সেতুতে চলাচলে ঝুঁকি
সরকার হায়দার, পঞ্চগড়
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর