চাঁদপুরে বিশেষ অভিযান চালিয়ে ৭ হাজার ৫০৫ পিস ইয়াবাসহ দুজনকে আটক করেছে কোস্টগার্ড। গতকাল চাঁদপুর কোস্টগার্ডের লে. মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে মেঘনা নদীর মোহনা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন শরীয়তপুরের সখিপুর থানার রিয়াজ ও চট্টগ্রামের আনোয়ারার শাহফাজ। জব্দ ইয়াবা ও আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।