টাঙ্গাইলের সখীপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজের ইউনিয়ন ও ওয়ার্ডে ভোট দিতে পারছেন না ৭ শতাধিক ভোটার। ভোটারদের কাছে গিয়ে তাঁদের খোঁজখবর নিতে নানাভাবে বিড়ম্বনার শিকার হচ্ছেন ইউপি সদস্য প্রার্থীরা। উপজেলার কালিয়া ও বড়চওনা ইউনিয়নে যথাসময়ে ভোটার তালিকা সংশোধন না করায় এ দুর্ভোগের সৃষ্টি। এ নিয়ে ভোটার ও প্রার্থীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। নির্বাচনের পর এগুলো সংশোধন করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা। সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার কালিয়া ইউনিয়নের ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের কচুয়া এবং বাশারচালার ৭৪৪ জন ভোটার নিজ ওয়ার্ডের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন না। তাঁদের ভোট দিতে হবে ওই উনিয়নের পাশের ৮ নম্বর ওয়ার্ডের সাঁড়াশিয়া এলাকার ভোট কেন্দ্রে। এ ছাড়া বড়চওনা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শাপলাপাড়ার ১৪ জন ভোটারকে নিজ ইউনিয়ন ছেড়ে পাশের কালিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ভোটার করা হয়েছে। নিজ ইউনিয়ন ও ওয়ার্ড ছেড়ে অন্য কেন্দ্রে গিয়ে তারা ভোট দেবেন কি না এ নিয়ে সংশয় রয়েছে ভোটার ও প্রার্থীদের মধ্যে। সোহেল রজত বলেন, ‘আমার বাড়ি ৬ নম্বর ওয়ার্ডে কিন্তু ভোটার করা হয়েছে ৮ নম্বর ওয়ার্ডে। ওই ওয়ার্ডের কতজন মেম্বার প্রার্থী, তাদের মার্কা কী কিছুই জানি না আমি। ১৭ তারিখে ভোট অথচ এখনো কোনো মেম্বার প্রার্থী আমার কাছে ভোট চাইতে আসে নাই।’ কালিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী আরিফুল ইসলাম বলেন, ‘আমার ওয়ার্ডের ভোটার রয়েছে ১ হাজর ৬৩৩ জন। অন্যান্য ওয়ার্ড থেকে এসেছে প্রায় আট শ ভোটার। এদের নাম-ঠিকানা পাওয়া খুবই কষ্ট। বাড়িতে গিয়ে মহিলা ভোটার পাই কিন্তু পুরুষ ভোটার পাওয়া কঠিন।’ বড়চওনা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শাপলাপাড়ার ইউপি সদস্য প্রার্থী মো. বাবর আলী বলেন, ‘এক ইউনিয়নের মানুষ অন্য ইউনিয়নে গিয়ে ভোট দেবে এটা খুবই দুঃখজনক। আমার জানা মতে ১৪ জন নয়, আরও বেশি আছে ভোটার তারা কালিয়া ইউনিয়নে গিয়ে ভোট দেবে।’ অবিভক্ত কালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস এম কামরুল হাসান বলেন, ‘তড়িঘড়ি ভোটার তালিকা সংশোধন করায় দুই ইউনিয়নের ভোটারদের এ দুর্ভোগ। এটা খুবই দুঃখজনক।’ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আতাউল হক বলেন, ‘নবগঠিত চারটি ইউনিয়নের ভোটার তালিকা একাধিকবার সংশোধন করা হয়েছে তার পরও যতটুকু অসংগতি আছে নির্বাচনের পর তা সংশোধন করে দেওয়া হবে। এখন আর সংশোধনের কোনো সুযোগ নেই।’
শিরোনাম
- আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল
- নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম আপ বাংলাদেশের আত্মপ্রকাশ
- জমি নিয়ে বিরোধে শিশুকে নির্যাতনের অভিযোগ
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ
- কানাডায় হামের প্রাদুর্ভাব
- সিরাজগঞ্জে হামলায় বৈষম্যবিরোধীর ৩ প্রতিনিধি আহত
- তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে, বৃষ্টির সম্ভাবনা কবে জানাল আবহাওয়া অফিস
- পাকিস্তানের ঋণ সহায়তা আজ পর্যালোচনা করবে আইএমএফ
- শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল সোমবার
- যৌক্তিক সময়ে নির্বাচনের রোডম্যাপ দিন : ডা. জাহিদ
- সাতক্ষীরার সীমান্তে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক, সতর্ক বিজিবি
- ‘জুলাই স্পিরিটের’ সাথে প্রতারণাকারীরা আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে : শিবির সভাপতি
- আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যা জানাল সরকার
- গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত লড়াই চলবে: সারজিস
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণসমাবেশে ছাত্রজনতার ঢল
- বিলবাওকে গোলবন্যায় ভাসিয়ে ফাইনালে ম্যানইউ
- সীমান্তে যুদ্ধাবস্থা: অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল
- ভারতের ৭৭ ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের
- পাকিস্তান-শাসিত কাশ্মীরে হামলায় নবজাতকসহ নিহত ৫
- শ্রীলঙ্কায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬
নিজ ইউনিয়নে ভোট দিতে পারছেন না ৭ শতাধিক ভোটার
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

পাকিস্তানের পাল্টা হামলায় সম্পূর্ণ ‘ব্ল্যাকআউট’ জম্মুতে পরপর বিস্ফোরণ, দাবি ভারতের
১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যে কারণে গভীর পর্যবেক্ষণে ভারত-পাকিস্তানের যুদ্ধবিমান, রয়টার্সের বিশ্লেষণ
৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম