মৌলভীবাজারের কুলাউড়া ৫০ শয্যার হাসপাতালে চিকিৎসক-কর্মচারী সংকটে সেবাবঞ্চিত হচ্ছেন উপজেলার সাধারণ রোগীরা। টেকনিশিয়ান না থাকায় বিকল হয়ে পড়ে আছে পুরাতন এক্স-রে মেশিনটি। আরেকটি মেশিন সরকারিভাবে হাসপাতালে স্থাপন করা হলেও টেকনিশিয়ানের অভাবে কাজে আসছে না। উপজেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির মাসিক সভায় বুধবার এ দুরবস্থার বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় জরুরিভিত্তিতে সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করা হয়েছে। ব্যবস্থাপনা কমিটির সভাপতি এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদের অনুমতিক্রমে সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার সভায় সভাপতিত্ব করেন। সদস্য আরএমও ডা. জাকির হোসেনের পরিচালনায় স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- রিপন চন্দ্র দাস, এম শাকিল রশীদ চৌধুরী, খালেদ পারভেজ বখশ, মমদুদ হোসেন, ইকবাল আহমদ শামীম, মতাহির আলম চৌধুরী, অজয় দাস, নাহিদুজ্জামান, জসিম উদ্দিন, আলমাছুর রহমান প্রমুখ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার বলেন, কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য মঞ্জুরিকৃত ২১ ডাক্তারের মধ্যে ১১ জন কর্মরত থাকলেও প্রেষণে আছেন জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. এ বি এম রেজাউল করিম মীর, জুনিয়র কনসালটেন্ট (অর্থো. সার্জারি) ডা. আবদুল্লাহ আল মামুন, জুনিয়র কনসালটেন্ট (অ্যানেসথেসিয়া) ডা. আমিনুল ইসলাম। অনুমতি না নিয়েই দীর্ঘদিন ধরে অনুপস্থিত রয়েছেন আইএমও ডা. নাজনিন সুলতানা। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির মঞ্জুরিকৃত ১৯৮ পদের মধ্যে ৭৫টিই ফাঁকা। পাঁচজন পরিচ্ছন্নতাকর্মীর মধ্যে দুজন মৌলভীবাজার সিএস অফিসে ও সদর ইউএইচসিতে প্রেষণে এবং একজন পেনশনে গেছেন। কাজ করছেন মাত্র দুজন।
শিরোনাম
- মোবাইল দিয়েই প্রফেশনাল ছবি তুলবেন যেভাবে
- জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- বাড়িতে ঢুকে পড়ছে ভালুক, সেনা মোতায়েন
- বন্যায় ডুবতে পারে এশিয়ার যে দেশ, জারি সতর্কতা
- ডিজিটালেই ভবিষ্যৎ: নতুন উচ্চতায় নিউইয়র্ক টাইমসের আয়
- সরকার না পারলেও বিএনপি নির্বাচনের আবহ তৈরি করতে পেরেছে : জিল্লুর রহমান
- যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে গিয়ে বিপদে অ্যাঞ্জেলিনা
- সংগীতের ইতিহাসে নতুন অধ্যায়, পর্দায় ফিরছেন মাইকেল জ্যাকসন
- ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাজাখস্তান
- কীভাবে চালু করবেন ফোনে ভিওএলটিই ফিচার
- ধ্বংসস্তূপে পরিণত ফিলিপাইন, এবার বিপর্যয়ের মুখে ভিয়েতনাম
- ইরানে ইসরায়েলি হামলায় জড়িত থাকার কথা স্বীকার করলেন ট্রাম্প
- এবার ভিয়েতনামে তাণ্ডব চালাচ্ছে কালমেগি
- দুই বছরের লড়াই শেষে যুদ্ধবিরতিতে সম্মত আরএসএফ
- চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
- সিরিয়ার প্রেসিডেন্ট শারার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ
- জুলাই সনদের ঐকমত্যের আইনানুগ বাস্তবায়নের আহ্বান বিএনপির
- আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি
- দুই ভাইয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ
- জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি-পদায়ন আপাতত বন্ধ