সোমবার, ২১ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

বাড়ির আঙিনায় গাঁজার চাষ দুজন আটক

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে দুটি বাড়ির আঙিনায় বাঁশের বেড়া ও মশারি দিয়ে সযতেœ চাষ করা হচ্ছিল নিষিদ্ধ গাঁজার গাছ। গাছগুলোর বয়স প্রায় এক বছর। কয়েক মাসের মধ্যেই কাটা যেত গাছগুলো। কিন্তু খবর পেয়ে শনিবার রাতে অভিযান চালায় পুলিশ। অভিযানে ১৩টি গাঁজার গাছ জব্দ করেছে পুলিশ। প্রায় ২০ ফিট উচ্চতার গাছগুলোর ওজন প্রায় ৫০ কেজি। এ সময় আটক দুই গাঁজা চাষির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে দুটি মামলা করে পুলিশ। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে গতকাল আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আসামিরা হলেন- বাগুলাট ইউনিয়নের শেখপাড়া গ্রামের মো. নাজির আলী (৫০)। তিনি পেশায় একজন ব্যবসায়ী। অন্যজন কয়া ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের মো. সুজন আলী (৪২)।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর