পটুয়াখালী মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউপি চেয়ারম্যান কাজী মিজানুর রহমান লাভলুর বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ওই পরিষদের আটজন সদস্য। গতকাল পটুয়াখালী প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন করেন তারা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন মোল্লা মারুফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন- ইউপি সদস্য মনির হোসেন, উজ্জ্বল মৃধা, মহসিন, তসলিম, সিরাজুল ইসলাম ও আতিয়া আক্তার। লিখিত বক্তব্যের অভিযোগে বলা হয়, ওই ইউপি চেয়ারম্যান অতিদরিদ্রদের জন্য কমর্সংস্থান কর্মসূচি প্রকল্প, জন্মনিবন্ধন, ভিজিডি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং মা ও শিশু সহায়তা কর্মসূচি, কাবিখা, কাবিটা ও টিআরসহ বিভিন্ন কর্মসূচির টাকা আত্মসাৎ করেন। বিষয়টি জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে অবহিত করা হয়েছে। মাধবখালী ইউপি চেয়ারম্যান কাজী মিজানুর রহমান লাভলু বলেন, ‘এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।’