পশ্চিমাঞ্চল রেলওয়ের বুড়িমারী-সান্তাহার রুটের ১৪টি স্টেশনের কার্যক্রম দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এসব স্টেশনে নেই কোনো জনবল, টিকিট বিক্রির ব্যবস্থা। স্টেশন মাস্টারের কক্ষ, বিশ্রামাগারসহ সব থাকে তালাবদ্ধ। স্টেশনগুলোতে আপন গতিতে ট্রেন দাঁড়ায় আবার যাত্রী নামার পর ছেড়ে যায়। এমন পরিস্থিতিতে স্টেশনের আশপাশের লোকজন পড়েছেন চরম বেকায়দায়। ট্রেনে উঠে তাদের টিকিট কাটতে হয়। লালমনিরহাট রেল বিভাগ সূত্র জানায়, রেলওয়ের রাজশাহী পশ্চিমাঞ্চলের অধীন বুড়িমারী-সান্তাহার-লালমনিরহাট রুটে ৪১টি স্টেশন রয়েছে। এর মধ্যে দীর্ঘদিন ধরে ১৪টির কার্যক্রম বন্ধ। এগুলো হলো- লালমনিরহাটের মহেন্দ্রনগর, আদিতমারির রইচবাগ, নামুড়ি, কালিগঞ্জের ভোটমারি, হাতীবান্ধার পারুলিয়া, বগুড়ার পাঁচপীর মাজার ও সৈয়দ আহমদ কলেজ; গাইবান্ধার সালমারা, ত্রিমোহনী, কুপতলা, নলডাঙ্গা, হাসানগঞ্জ এবং রংপুরের চৌধুরানী, অন্নদানগর ও মহেন্দ্রনগর। বন্ধ থাকা স্টেশন ঘুরে দেখা যায়, বিভিন্ন অবকাঠামো পরিত্যক্ত পড়ে আছে। কোনো স্টেশনে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারী নেই। ট্রেন চলার জন্য একটি প্রধান লাইন খোলা রাখা হয়েছে। স্টেশন মাস্টারের কক্ষ, টিকিট কাউন্টার ও বিশ্রামাগার তালাবদ্ধ। ময়লা-আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে আছে। স্টেশন ভবনের চারপাশ ভরে গেছে আগাছায়। দোকান গড়ে উঠেছে স্টেশন চত্বরে। আশপাশে চা-পানের দোকান। প্ল্যাটফর্মে কেউ তাস খেলছেন। ছোটরা খেলছে ক্রিকেট। স্লিপার, নাট-বল্টু ও স্টেশনের খুচরা জিনিসপত্র চুরি গেছে। নামুড়ি স্টেশনে বসে আছেন কয়েকজন হকার। কিছু যাত্রী ট্রেনের জন্য অপেক্ষা করছেন। স্থানীয় ব্যবসায়ী আমজাদ আলী বলেন, ব্যবসায়িক কাজে প্রায়ই ট্রেনে তাকে গাইবান্ধা জেলা শহরে যেতে হয়। স্টেশনের কার্যক্রম বন্ধ থাকায় সব ট্রেন এখানে দাঁড়ায় না। যে ট্রেনগুলো দাঁড়ায়, সেগুলোতে টিকিট কাটার ব্যবস্থা নেই। ফলে অনেকে বিনা টিকিটে ভ্রমণ করছেন। একই এলাকার স্কুলশিক্ষক মনিরুজ্জামান বলেন, পদ্মরাগ ও বগুড়া কমিউটার ট্রেনে উঠে টিকিট কাটার ব্যবস্থা আছে। অন্যগুলোতে টিকিটের ব্যবস্থা না থাকায় সরকার রাজস্ব হারাচ্ছে। ভোটমারি স্টেশনে একটিমাত্র রেলপথ। পাকা প্ল্যাটফর্ম নেই। কাঁচা প্ল্যাটফর্মে সারি সারি চা-পানের দোকান গড়ে উঠেছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন বলেন, এসব এলাকার দরিদ্র মানুষ অল্প খরচে ট্রেনে বিভিন্ন স্থানে যাতায়াত করতেন। স্টেশনের কার্যক্রম বন্ধ থাকায় মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। এ রুটের ত্রিমোহিনী স্টেশনও বেহাল। জানতে চাইলে লালমনিরহাট রেল স্টেশন মাস্টার নুরুনব্বী বলেন, এ স্টেশনের দক্ষিণ পাশে মহেন্দ্রনগর ও উত্তর পাশে রইচবাগ। দুটি স্টেশনই লোকবলের অভাবে বন্ধ। রেলের রাজশাহী পশ্চিমাঞ্চলের আওতাধীন রেলওয়ের বিভাগীয় কার্যালয় লালমনিরহাটে। এ কার্যালয় থেকে বুড়িমারী-সান্তাহার-লালমনিরহাট রুটে চলাচলকারী ট্রেন নিয়ন্ত্রিত ও রুটটি দেখভাল করা হয়। বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক আবদুস সালাম বলেন, লোকবলের অভাবে এসব স্টেশন বন্ধ রয়েছে। প্রয়োজনীয় লোকবল নিয়োগপ্রক্রিয়া চলমান।
শিরোনাম
- নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম আপ বাংলাদেশের আত্মপ্রকাশ
- জমি নিয়ে বিরোধে শিশুকে নির্যাতনের অভিযোগ
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ
- কানাডায় হামের প্রাদুর্ভাব
- সিরাজগঞ্জে হামলায় বৈষম্যবিরোধীর ৩ প্রতিনিধি আহত
- তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে, বৃষ্টির সম্ভাবনা কবে জানাল আবহাওয়া অফিস
- পাকিস্তানের ঋণ সহায়তা আজ পর্যালোচনা করবে আইএমএফ
- শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল সোমবার
- যৌক্তিক সময়ে নির্বাচনের রোডম্যাপ দিন : ডা. জাহিদ
- সাতক্ষীরার সীমান্তে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক, সতর্ক বিজিবি
- ‘জুলাই স্পিরিটের’ সাথে প্রতারণাকারীরা আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে : শিবির সভাপতি
- আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যা জানাল সরকার
- গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত লড়াই চলবে: সারজিস
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণসমাবেশে ছাত্রজনতার ঢল
- বিলবাওকে গোলবন্যায় ভাসিয়ে ফাইনালে ম্যানইউ
- সীমান্তে যুদ্ধাবস্থা: অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল
- ভারতের ৭৭ ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের
- পাকিস্তান-শাসিত কাশ্মীরে হামলায় নবজাতকসহ নিহত ৫
- শ্রীলঙ্কায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬
- যমুনার সামনেই জুমা পড়লেন আন্দোলনকারীরা
দীর্ঘদিন বন্ধ ১৪ স্টেশন
বুড়িমারী-সান্তাহার রেলরুট
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

পাকিস্তানের পাল্টা হামলায় সম্পূর্ণ ‘ব্ল্যাকআউট’ জম্মুতে পরপর বিস্ফোরণ, দাবি ভারতের
১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যে কারণে গভীর পর্যবেক্ষণে ভারত-পাকিস্তানের যুদ্ধবিমান, রয়টার্সের বিশ্লেষণ
৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম