সদর উপজেলার নতুন বসতি গ্রাম থেকে মাদকসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে ৪০ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৪ লাখ ১৫ হাজার টাকা। আটকরা হলেন- এসএম শরিফ হোসেন ও তার স্ত্রী লতা বেগম। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয় থেকে গতকাল পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।