দেশের বিভিন্ন স্থানে গতকাল সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। প্রতিনিধিদের খবর-
ঝিনাইদহ : শৈলকুপায় যাত্রীবাহী বাস ও নসিমন সংঘর্ষে নসিমনের দুই যাত্রী নিহত। তারা হলেন মহাদেব কুমার (৬০) ও খোকন হোসেন (২৯)।
গাজীপুর : কভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। টঙ্গী-কালীগঞ্জ সড়কে গতকাল রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় জানা যায়নি।
টাঙ্গাইল : ধনবাড়ীর ভাইঘাট এলাকায় কার্ভাড ভ্যানচাপায় নিহত হয়েছেন মোটরসাইকেলের দুই আরোহী। তারা হলেন জাহিদ হাসান (২৭) ও মোতালেব হোসেন (৪০)।
রাজশাহী : বাঘায় ভটভটির ধাক্কায় প্রাণ হারিয়েছেন জুয়েল রানা নামে এক মোটরসাইকেল আরোহী।
মেহেরপুর : ইজিবাইক উল্টে মাসুদ মুহুরী (৫০) নামের এক যাত্রী নিহত ও ছয়জন আহত হয়েছেন।
গোপালগঞ্জ : কাশিয়ানীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় হেলপার ইলিয়াছ (৩৫) নিহত হয়েছেন।
নোয়াখালী : সেনবাগে মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন মাইনুদ্দিন নিলয় (১৩) নামে বাইসাইকেল আরোহী।